গল্পঃ পরির প্রেম । পর্ব- ৫ শেষ। লেখকঃ Golpobook.tk


গল্পঃ পরির প্রেম।

পর্ব- ৫  শেষ

লেখকঃ Golpobook.tk


আমি গেলাম বাজার করতে। বাজার করে নিয়ে এলাম বাসায়। এসে আম্মু কে বুঝিয়ে দিলাম বাজার গুলো। আমি খাবার খেয়ে চলে এলাম আমার রুমে। এসে পড়তে থাকি দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আর কিছুক্ষন পরে ওরা আসবে ভাবতেই কেমন লাগে। {এই কথা গুলো {পর্ব(৪)} থেকে নেওয়া)
,
চলে এলাম আম্মুর কাছে। এসে দেখি আম্মু রান্না করছেন। আমি আম্মুকে বল্লাম?
,
;-কী কর?(আমি)
;-এই তো রান্না করতেছি।(আম্মু)
;-ওহহ, কী কী রান্না করছো।(আমি)
;-যা করি করবো। এই গুলো আমার বউ মার জন্য। (আম্মু)
;-ওহহ,(আমি)
;-আচ্ছা, ওরা কখন আসবে।(আম্মু)
;-আসলে, ওরা মনে হয় দিনে বের হয় নাহ।তাই রাতে আসবে(আমি)
;-ওহহ আচ্ছা, যা এখন।(আম্মু)
;-আচ্ছা, আমি খেলতে গেলাম। (আমি)
;-যা তারাতারি বাড়ি ফিরিস।(আম্মু)
;-আচ্ছা,(আমি)
,
এই বলে চলে গেলাম আমাদের আড্ডা ক্লাবে গিয়ে দেখি সবাই আছে আমি যেতেই সোহান আমাকে বল্লো?
,
;-আচ্ছা, তুই কই থাকিস? তোকে তো খেলার সময় দেখা যাই নাহ?(সোহান)
;-আর বলিস নাহ, বাসায় কাজ থাকে তাই আর বাসা থেকে বের হতে পারি নাহ(আমি)
;-ওহ,আচ্ছা চল গিয়ে ক্রিকেট খেলি?(সোহান)
;-চল!(আমি)
,
চলে এলাম খেলার মাঠে। কিছুক্ষন খেলার পরে আমি বলিলাম?
,
;-দোস্ত, তোদের সবার আজ আমার বাড়িতে দাওয়াত দিলাম। আমার সাথে এখন যাবি।(আমি)
;-কেনো,আর তুই কী বিয়া করতেছিস?(সোহান)
;-আগে চল পরে দেখতে পাবি।(আমি)
;-আচ্ছা, চল?(সোহান)
,
আমরা সবাই আমার বাড়ির দিকে রওনা হলাম। কিছুক্ষন পরে চলে এলাম আমার বাসায়। এসে আম্মুকে বল্লাম?
,
;-আম্মু এই দেখো ও কারা এসেছে?(আমি)
,
আমার বন্ধুরা সবাই আমার  আম্মু কে সালাম দিলো।আম্মু সালাম নিয়ে বল্লো?
,
;-কেমন আছো তোমরা?(আম্মু)
;-জি, আন্টি। আপনি কেমন আছেন?(সব বন্ধু)
;-হ্যা, ভালোই। তোমার ওর রুমে গিয়ে বসো সবাই আমি খাবার দিচ্ছি?(আম্মু)
;-আচ্ছা, (আমি)
,
এই বলে চলে এলাম, আমার রুমে। এসে সোহান প্রশ্ন করলো?
,
;-তুই এখনও বললি নাহ। আর তোদের বাসায় কী?(সোহান)
;- আসাই থাকো। চল ছাঁদে যাই। ও খানে সব জানবি।(আমি)
,
আমরা সবাই চলে এলাম ছাঁদে। এসে কিছুক্ষন বসে রইলাম। ঠিক তখন আমি কিছু একটা উরে আসথে দেখলাম। চাঁদের আলোয়। আমি মনে মনে ভাবলাম ওরা মনে হয় এলো। সত্যি ওরাই এসে আমাকে  জরিয়ে ধরলো কবিতা। তখন আমার বন্ধুরা বল্লো?
,
,;-ওই শালা পাগল হলি নাহ কী হে?(সবাই হা করে বল্লো)
;-হ্যা,এবার প্লিজ কবিতা আমার বন্ধুদের দেখা দাও(আমি)
,
আমার বন্ধুরা কবিতা কে দেখে সবাই ভয় পেয়ে আমার পেছনে এসে বল্লো?
,
;- কে ক কে ও(সোহান)
;-এইটা তোর ভাবি।মানে আমার বউ(আমি)
;-ভাই মজা করা বাদ,দে আর বল কে ও(সোহান)
,
তারপরে আমি ওদের সব কিছু খুলে বলিলাম। আর কিছু পরে চলে এলো কবিতার বাবা।আমার সব বন্ধু তো সবাই হা করে সব দেখছে।
,
;-আংকেল, আসে নিচে যাই। (আমি)
;-হ্যা, চলো!(আংকেল)
,
আমরা চলে এলাম নিচে আমার আম্মু ওদের দেখে তো ভয় ভয় করছেন। আংকেল বল্লো?
,
;-ভয় পেয়ে লাভ নাই। আমরা আজ থেকে আত্তিও।(আংকেল)
;-হ্যা, তা তো ভালো জবাব। (আম্মু)
;-তুই এখান থেকে যা এখন।(আম্মু আমাকে বল্লো)
;-আচ্ছা, কবিতা এসো আমার রুমে যাই।(আমি)
;-হ্যা, চলো(কবিতা)
,
আমি আর কবিতা চলে এলাম আমার রুমে। এসে কবিতা কে জরিয়ে ধরতেই সোহান এসে বল্লো?
,
;-দোস্ত, চালাইয়া যাও। আমরা সবাই আন্টিদের সাথে আছি।(সোহান)
;-যাহ শালা এখান থেকে। (আমি)
,
সোহান চলে গেলো।আর আমি আর কবিতা একে ওপর কে জরিয়ে ধরলাম।
,,,,,,,,,,,,,,,,অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল।,,,,,,,,,♥

________সমাপ্ত_______

বিঃদ্রঃ~ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখিবে আশা করি।

__কফি বাজরা দুরে থাকো।
আর আ'সছে নতুন গল্প
    Facebook Love Story


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ