গল্পঃ পরির প্রেম । পর্ব- ৪ লেখকঃ Golpobook.tk


গল্পঃ পরির প্রেম

পর্ব- ৪

লেখকঃ Golpobook.tk


;-কবিতা, তোমাকে একটা কথা বলতে চাই।(আমি)
;-আমিও, একটা কথা বলবো তোমাকে। (কবিতা)
;-আচ্ছা, আগে তুমি বলো?(আমি)
;-নাহ, আগে তুমি বলো,(কবিতা)
;-তোমার ধর্ম কী?(আমি)
;-ইসলাম, তোমার ধর্ম কী?(কবিতা)
;-আমারও ধর্ম ইসলাম। এবার তুমি বলো তুমি আমাকে কী বলবে বলো?(আমি),,,{এই কথা গুলো {পর্ব(৩) থেকে নেওয়া)
,____________♥______________
,
;-আসলে, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। (কবিতা)
;-আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু বলতে পারি নাই। কারণ তুমি পরি আর আমি সাধারণ এক মানুষ। আমার মা-বাবা, সমাজ। এই তোমার আমার ব্যাপার মেনে নিবে নাহ। তাই বলে সাহস পাই নাই।(আমি)
;-তুমি চাইলে তুমি আমার মা-বাবার সাথে কথা বলতে পারো?(কবিতা)
;-কিন্তু, আমাদের এই ব্যাপার কেউ মেনেই নিবে নাহ। আমি জানি।(আমি)
;-আমার মা-বাবাকে রাজি করানোর দায়িত্ব আমাকে দাও।আর তোমার মা-বাবাকে রাজি তুমি করবে।(কবিতা)
;-আচ্ছা, চলো আমি এখন তোমার বাসায় যাইব নিয়ে চলো তোমাদের ওই খানে।(আমি)
;-আচ্ছা, চলো তাহলে(কবিতা)
,
,
আমি আর কবিতা আবারও ছাঁদে চলে গেলাম। গিয়ে ওর সাথে চলে গেলাম। সেই বাঁশ বাগানে। গিয়ে আমি কবিতা কে প্রশ্ন করিলাম?
,
;-কই, আমিত কিছুই দেখতে পারছিনা?(আমি)
,
ঠিক তখন কবিতা জাদু করে একটা ব্রেজলেত নিয়ে এলো আর আমাকে বলিল?
,
;-এইটা পরে নাও?(কবিতা)
;-আচ্ছা।(আমি)
,
এই বলে পরে নিলাম।নিয়ার সাথে সাথে দেখি অনেক পরি আমাদের চারোশে দারিয়ে আছে।কবিতা একটা মুচকি হাসি দিয়ে বল্লো?
,
;-এসো, আমার সাথে(কবিতা)
;-চলো(আমি)
,
কবিতা আমাকে এক বড় রাজ পাসাধে নিয়ে গেলো।গিয়ে দেখি সেখান কার পরিবেশ টা খুবই ভালো। কবিতা বল্লো?
,
;-কেমন আমাদের রাজ্য?(কবিতা)
;-হ্যা, খুবই ভালো।তো তোমার বাবা কোথায়? (আমি)
;-আছে চলো আগে যাই। (কবিতা)
,
আমরা গেলাম।তখন কবিতা বল্লো?
,
;-এইটা আমার বাবা।(এই বলে কবিতা গিয়ে ওর বাবাকে জরিয়ে ধরলো।)
,
আমি কবিতার বাবা কে সালাম দিলাম। কবিতার বাবা সালামের উত্তর নিয়ে বলিল?
,
;-কে তুমি? আমাদের পরি রাজ্য এসেছ কেনো?
;-আমি মানুষ। আসলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি।(আমি ভয়ে ভয়ে বলিলাম?
;-মানে, তুমি মানুষ হয়ে।পরির মেয়েকে ভালোবাস।(কবিতার বাবা)
;-আসলে বাবা আমিও ওকে খুব ভালোবাসি।প্লিজ বাবা প্লিজ(কবিতা ওর বাবার হাত ধরে করে কেঁদে কেঁদে বলতে লাগলো)
;-আচ্ছা, কান্না থামা। আমার একটা শর্ত আছে?(কবিতার বাবা)
;-কী শর্ত?(আমি)
;-তুমি আজ থেকে আমাদের এখানে থাকতে হবে।তাহলে কবিতার সাথে তোমার বিয়ে দিবো।(কবিতা)
;-আংকেল, আমি আমার বাবা মায়ের  এক মাএ ছেলে। আমার মা বাবা আমাকে ছারা থাকতে পারবেন নাহ(আমি)
,
,
;-বাবা, আমি ওদের ওই খানে থাকবো । আর প্রতি রাতে তোমাদের এখানে আসবো। আমি আর ও।(কবিতা)
,
;-আমি তোমার মা বাবার সাথে কথা বলতে চাই।(কবিতার বাবা)
;-হ্যা, আংকেল। কিন্তু আপনাদের দেখে আমার মা বাবা ভয় পাবেন নাহ(আমি)
;-তুমি আজ গিয়ে তোমার মা বাবা কে বলবে আমাদের কথা। আমরা কাল তোমাদের ওই খানে যাবো।(কবিতার বাবা)
;-জি আংকেল।(আমি)
;-কবিতা এবার  ওর বাড়িতে গিয়ে দিয়ে আই ওকে।(কবিতার বাবা)
;-আচ্ছা, বাবা(কবিতা)
,
এই বলে আমি আর কবিতা ওদের রাজ পাসাধ থেকে বাহিরে এলাম। ঠিক তখন এক দল মেয়ে পরি আমাদের দিকে এলো। কবিতা ওদের বল্লো?
,
;-এই হলো আমার মহা রাজ।(কবিতা আমাকে জরিয়ে ধরে বল্লো ওদের।
;-ওহহ, আচ্ছা। কেমন আছেন?(ওরা আমাকে বল্লো)
;-হ্যা, ভালো।আপনারা কেমন আছে?(আমি)
;-ভালো।বাসায় যাচ্ছের বুঝি?(ওরা)
;-হ্যা, বাই (আমি)
,
আমি আর কবিতা চলে এলাম বাসায়। এসে আমি কবিতা কে বলিলাম?
,
;-তুমি এবার যাও। কেমন? (আমি)
;-আচ্ছা, আর কাল আমরা কিন্তু আসবো। ভাত আর ডাল রান্না করবে?(কবিতা মুচকি হেসে বল্লো)
;-আচ্ছা,(আমি ওকে জরিয়ে ধরে বলিলাম)
;-আচ্ছা, বাই (কবিতা)
;-বাই।(আমি)
,
এই বলে চলে গেলো। কবিতা।আমি শুয়ে পরলাম। কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে নাহ। আমি তখন গল্পের বই টা পরতে লাগলাম। কিছুক্ষন পড়ার পরে চোখ বন্ধ হয়ে এলো।আমি বই রেখে শুয়ে পরলাম। সকালে আমি উঠে ফ্রেশ হয়ে। আম্মু আর আব্বুর কাছে গিয়ে বলিলাম?
,
;-আজ আমাদের বাসায় পরি আসবে।(আমি)
;-মানে।(আব্বু)
,
আমি আব্বু আম্মু কে সব খুলে বলিলাম। আম্মু বল্লো?
,
;-এইটা কী ভাবে করলি? আমাদের বলতে পারলি নাহ।তা ছারা আমরা মেনে নিলেও সমাজ থেকে মেয়ে নিবে নাহ।(আম্মু)
;-কেনো নিবে নাহ? ও তো সারাদিন বাসায় থাকবে।কোথাও যাবে নাহ।(আমি)
;-আচ্ছা, ওরা আসুক। দেখছি কী করা যায় তুই গিয়ে বাজার করে নিয়ে আই(বাবা)
;-আচ্ছা,(আমি)
,
আমি গেলাম বাজার করতে। বাজার করে নিয়ে এলাম বাসায়। এসে আম্মু কে বুঝিয়ে দিলাম বাজার গুলো। আমি খাবার খেয়ে। এলাম আমার রুমে। এসে বই পড়তে থাকি দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আর কিছুক্ষন পরে ওরা আসবে। ভাবতেই কেমন লাগে।
,
,
,
___\\চলবে\\___

বিঃদ্রঃ~{বানান ভুল হলে মার্জিত) গল্পটা কাল্পনিক মাএ। Like & Comment করে বলবেন কেমন হচ্ছে।
______With_For_Next_part____

_____AllahHafez___My_Friend


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ