গল্পঃ পরির প্রেম
পর্ব- ৩
লেখকঃ Golpobook.tk
ওহহ, আচ্ছা। চলেন আপনার রুমে যাই। (কবিতা)
;-আরে, আপনি পাগল না কী? বাবা দেখলে আমাকে একে বারে শেষ করে ফেলবে।(আমি)
;-আপনার বাবা দেখলেই তো মারবে আপনাকে। আপনার বাবা আমাকে দেখতেই পাবে নাহ।(কবিতা)
;-কেনো?(আমি)
;-আমি যাকে দেখা দিব শুধু ওই দেখতে পাবে আমাকে(কবিতা)
;-ওহহ, আচ্ছা। চলো যাই আমার রুমে(আমি)
(পরির প্রেমে গল্পের পর্ব(২) থেকে নেওয়া)
,
,
আমরা দু'জনে চলে এলাম আমার রুমে।এসে কবিতা আমার রুম দেখে বল্লো?
,
;-আপনার রুমটা তো খুব সুন্দর করে গুছিয়ে রাখা।(কবিতা)
;-হ্যা, আমার আম্মু খুব ভালো করে আমার রুম গুছিয়ে রাখেন। (আমি)
;-ওহহ আচ্ছা, একটু বসবো আপনার রুমে?(কবিতা)
;-হ্যা, বসেন। আর আপনি কী কিছু খেয়ে এসেছেন?(আমি)
;-নাহ খাই নাই(কবিতা)
;-আচ্ছা, আপনি বসেন আমি খাবার নিয়ে আসছি?(আমি)
;-আচ্ছা (কবিতা)
,
,
আমি চলে গেলাম আম্মু কাছে।গিয়ে বল্লাম?
,
;-আম্মু, খাবার দাও(আমি)
;- কি ব্যাপার, এতো তারাতারি কোনো(আম্মু)
;-আজ খুধা লাগছে তাই(আমি)
;-গিয়ে বেরে খাহ। আমি কাজ করছি।
;-আচ্ছা। (আমি)
,
আম্মু সাথে কথা বলে চলে এলাম রান্না ঘরে। আর মনে মনে বলিলাম। আজ একটু বেশি খাবার নিতে হবে দু'জনে খাবো। চলে এলাম রান্না ঘরে এসে খাবার নিয়ে চলে গেলাম আমার রুমে। গিয়ে দেখি কবিতা আমার লেখা ডাইরি টা পরছে।আমি বলিলাম?
,
;-কী কর?(আমি)
;-কিছু নাহ, আপনার ডাইরিটা পড়ছিলাম(কবিতা)
;-ওহহ, এই নিন খাবার খেতে শুরু করেন এবার। (আমি)
;- এগুলো কী(আমার দিকে তাকিয়ে বল্লো কবিতা)
;-এই গুলো ভাত, ও ডাল।আপনি চিনেন না(আমি)
;-নাহ এই প্রথম দেখলাম(কবিতা)
;-আসলে আমার বাবা শুধু মিষ্টি খাওয়াতেন(কবিতা)
;-আচ্ছা, এবার খান (আমি)
,
কবিতা খেতে লাগলো। আর আমি ওর দিকে এক দৃষ্টিতে দেখতে থাকলাম। ও কিছুক্ষন পরে বলে উঠলো?
,
;-এবার আপনি হা করেন আমি আপনাকে খাইয়ে দেই?(কবিতা)
,
আমি মনে মনে বলিলাম। এস, কে তোর কী? ভাগ্যা রে। আজ তো কে পরি নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছে। তারাতারি খা।
,
;- কী হলো হা করেন?(কবিতা)
;-ওহহ, হ্যা দিন(আমি)
,
আমি হা করলাম। আর কবিতা আমাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিলো। আর আমি ওকে খাইয়ে দিলাম।তখন আম্মু ডাক দিলো?
আমি চলে গেলাম আম্মু কাছে?
,
;-তুই আজ মনে হয় বেশি খাবার নিয়েছিস(আম্মু)
;-হ্যা, আজ একটু বেশিই খুধা লাগছিল তাই। (আমি)
;-আচ্ছা, যা শুয়ে পর(আম্মু)
;-আচ্ছা, এখন তুমি কী খাবে?(আমি)
;-এখন খাইব নাহ। বিকেলে খেয়েছি(আম্মু)
;-ওহহ, আচ্ছা (আমি)
,
,
এই বলে চলে এলাম আমার রুমে এসে দেখি।ও খাবার খেয়ে বসে আছে। আমি বললাম?
,
;-আচ্ছা, আমি শুনেছি পরি দের পাখা থাকে তোমার তো পাখা নাই(আমি)
;-আমারও পাখা আছে(মুচকি হাসি দিয়ে বল্লো কবিতা)
;-ওহহ, আমাকে একটু দেখাও নাহ প্লিজ?(আমি)
,
এই বলার সাথে সাথে আমি দেখলাম বড় বড় দুটা পাখা। আমি তো দেখেই থমকে গেলাম। আর মনে মনে বললাম। আমার জীবনে প্রথম পরি দেখলাম। ও আমাকে বল্লো?
,
;-চলো আজ তোমাকে আকাশ ঘুরিয়ে নিয়ে আসি?(কবিতা)
;- এই সত্যি(আমি)
;-হুমম সত্যি চলো(কবিতা)
,
আমি আর ও এক দোরে ছাঁদে চলে গেলাম। গিয়ে ও বল্লো?
,
;-এবার আমার পিঠে চরে বসতো?(কবিতা)
;-আচ্ছা(আমি)
,
এই বলে ওর পিঠে চরে বসলাম। আর ও আমাকে নিয়ে উরে গেলো।ও আমাকে সেই চাঁদের আলো দিখিয়ে দিলো আর বল্লো?
,
;-কেমন আমাদের দেশ?(কবিতা)
;-হ্যা খুব খুব সুন্দর(আমি)
;-তবে তোমাদের দেশ আমাদের দেশের চেয়ে অনেক সুন্দর ।(কবিতা)
;-নাহ তোমাদের দেশ অনেক খারাপ।(আমি)
;-কেনো?(কবিতা)
;- কারণ, আমাদের দেশের মানুষ খুব খারাপ। মানুষ হয়ে মানুষকে বিপদে ফেলে।সবাই খারাপ। (আমি)
;-আমাদের এই পরি রাজ্য ও এ সব চলে। মারামারি কাটাকাটি।(কবিতা)
;-চলো এবার আমার বাসায় যাই(আমি)
;-হ্যা, চলো(কবিতা)
,
আমরা দু'জনেই নেমে এলাম। আমাদের বাড়ির ছাঁদে। আর আমি কবিতা কে বলিলাম?
,
,
;-তুমি কী বাসায় যাবে নাহ আমার রুমে(আমি)
;-চলো তোমার রুমে যাই?(কবিতা)
,
চলে এলাম আমার রুমে এসেই কবিতাকে আমি বলিলাম?
,
;-কবিতা, তোমাকে একটা কথা বলতে চাই?(আমি)
;-আমিও একটা কথা বলবো তোমাকে। (কবিতা)
;-আচ্ছা, আগে তুমি বলো(আমি)
;-নাহ, আগে তুমি বলো(কবিতা)
;-তোমার ধর্ম কী?(আমি)
;-ইসলাম, তোমার ধর্ম কী?(কবিতা)
;-আমরাও ধর্ম ইসলাম।এবার তুমি বলো তুমি আমাকে কী বলবে বলো?(আমি)
,
,
,
"""চলবে,,,,,?
বিঃদ্রঃ~(বানান ভুল হলে) ক্ষমার চোখে দেখবেন। আর Comment করে জানাবেন কেমন হচ্ছে।
''''''''''With For Next part'''''''''''
♥Allah Hafez♥

0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।