গল্পঃ পরির প্রেম
পর্ব- ২
লেখকঃ Golpobook.tk
চলে এলাম খাবার খেতে। খাবার খেয়ে শুয়ে পরলাম আমি। শুয়ে ভাবলাম ওই মেয়েটা কী, মানুষ নাহ অন্য কিছু? ওকে জিন, পরির কথা বললেই ও মুচকি হাসি দেই কেনো? ও কী জিন বা পরি? এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম আমি!(এই কথা গুলো-পর্ব (১)থেকে নেওয়া)
,
,
আমি ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হলাম। আম্মু খাবার খেতে ডাকদিলো আমাকে।আমি আম্মুর কাছে গিয়ে বলিলাম?
,
,
;-কী দিয়ে খাবার আজ?(আমি)
;-যা দিয়ে রান্না হয়েছে। তাই দিয়েই খাহ(আম্মু)
;-আচ্ছা, দাও দেখি কী? দিয়ে রান্না করছো?
,
আম্মু আমার সামনে ভাজির দিয়ে বললো?
,
;-নে, খাহ,,,,?
;-আমি এই গুলা দিয়ে খেতে পারবো নাহ?
;-আচ্ছা, ডিম ভেজে দিচ্ছি।
,
,
আমি With করিলাম। আম্মু ডিম ভেজে নিয়ে এলেন। আমি খেয়ে কলেজের দিকে রওনা হলাম। কলেজ এসে ওই মেয়ের কথা মনে হলো আমার। আমি ভাবলাম? কলেজ থেকে যাওয়ার সময় ওই বাঁশ বাগানে যাইবো। এই কথা নিয়ে বসে আছি? তখনি পেছনে থেকে কে যেনো আমাকে ডাক দিলো? আমি পেছনে ঘুরে দেখি, সাথি।(মানে আমার বান্ধবী),,,,,
,
,
;- কী রে এখানে মন মরা হয়ে বসে আছিস ক্যান?(সাথি)
;- কই নাহ তো। (আমি)
;-চল আমরা বাহিয়ে গিয়ে আড্ডা দেই?(সাথি)
;-নাহ, আজ মন ভালো নাই। তোরা আড্ডা দে আজ আমি দিবো নাহ?
;-কেনো তোর আজ কী হয়েছে। আংকেল বকাবকি করছেন?
;-নাহ এমনি।(আমি)
;-আচ্ছা, থাক তুই (সাথি)
,
এই কথা বলে সাথি চলে গেলো। কিছুক্ষন পরে স্যার এলেন। ক্লাস শেষে আমি বাসায় ফিরছিলাম। তখনি আমার মনে হলো। যাই বাঁশ বাগান থেকে বেরিয়ে আসি।
,
এই বলে গেলাম বাঁশ বাগানে। কিন্তু ওই খানে তো কোন বাড়ি তো দূরের কথা ছোট্ট খাটো ঘর ও নেই। আমি ভাবলাম ও কি মিথ্যা কথা বল্লো?(রেগে মনে মনে বলিলাম)
,
এই বলে রাগ করে চলে এলাম আমার বাসায়। এসে ফ্রেশ হলাম। লাঞ্চ করে। পড়তে বসলাম। আর আম্মুকে বল্লাম?
,
;-এখন পড়লে, রাতে পড়তে বসবো নাহ কিন্তু। (আমি)
;-সে তখন দেখা যাবে এখন তো পড়?(আম্মু)
,
এই বলে আম্মু চলে গেলো। পড়তে লাগলাল। পড়া শেষ করে দেখি। ঘড়িতে দেখি ৬:৩২ বাজে। আমি উঠলাম। উঠে আমি আম্মু কে গিয়ে বলিলাম?
,
;-আম্মু আমি ছাঁদে গেলাম?(আমি)
;-আচ্ছা। যা আর বেশি রাত যেনো নাহ হয়(আম্মু)
;-আচ্ছা।
,
,
-ছাদে এসে দেখি ওই মেয়েটা এসেছে।
,
;-তুমি আবার আসছো?(আমি)
;-হ্যা, আসছি তো। আপনার গান শোনার জন্য(মেয়েটা)
;-গান শোনাবো।কিন্তু আমার একটা শর্ত আছে।(আমি)
;-কী,,,বলুন?
,
;-তুমি আমাকে মিথ্যা বললে কেনো তাই বলো আগে?(আমি)
;-কখন বল্লাম আপনাকে মিথ্যা?(মেয়েটা)
;-তোমার বাড়ি তা'হলে বাঁশ বাগানে?(আমি)
;-হ্যা। তো।
;- কই, আজ আমি তো গেছিলাম কই বাড়ি তো দেখলাম নাহ।(আমি)
;-আসলে আমাদের বাড়ি অদৃশ্য। (মেয়েটা)
,
ওর এই কথা শুনে ওকে প্রশ্ন করিলাম?
,
;-তুমি জিন, নাহ পরি সত্যি কথা বলবে।প্লিজ। (আমি)
;- হ্যা আমি পরি।
,
আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে।কিছু ক্ষন পরে ও বললো।
,
;-এবার বলেন আপনার শর্ত কী(মেয়েটা)
;-ওহহ, হ্যা। আমি আপনার বাড়ি কোথায় দেখতে চাই পারবে দেখাতে?(আমি)
;-হ্যা। দেখাবো এক সময় (মেয়েটা)
;-আচ্ছা, তোমার নামটা কিন্তু জানা হইলো নাহ(আমি)
;-আমার নামঃ- কবিতা।আপনার নাম কী?
;-আমার নামঃ-এস,কে।
;-ওহহ। আচ্ছা চলেন আপনার রুমে যাই। (কবিতা)
;-আরে, আপনি পাগল না কী? বাবা দেখলে আমাকে একে বারে শেষ করে ফেলবে।(আমি)
;-আপনার বাবা দেখলেই তো মারবে আপনাকে। আপনার বাবা আমাকে দেখতে পাবে নাহ।(কবিতা)
;- কেনো?(আমি)
;-আমি যাকে দেখা দিব শুধু ওই দেখতে পারবে আমাকে?
;-ওহহ, আচ্ছা চলো যাই আমার রুমে?(আমি)
,
,
,
*****চলবে****

0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।