Facebook Love Story. পর্ব- ৬ শেষ


Facebook Love Story 
পর্ব- ৬ শেষ

আমি আর সাথি আংকেল আন্টির রুম থেকে বেরিয়ে এলাম সাথিদের মেইন গেটের সামনে। আমি সাথির কপালে চুমু দিয়ে বলিলাম,?
,
-কাল দেখা হবে। (আমি)
-আচ্ছা, সাবধানে যেও(সাথি)
-আচ্ছা, বাই(আমি)
,
সাথি বাসায় ভেতরে চলে গেলো। আর আমি আমার বাসার দিকে রওনা হলাম।
(এই কথা গুলো পর্ব(৬) থেকে নেওয়া)
___________________________
,
আমি কিছু টা সময় নিয়ে হাটতে হাটতে চলে এলাম আমাদের  বাসার গেইটের সামনে ।তখন রাত প্রায় ৯ হবে। দরজা টোকা দিতেই আম্মু গেইট খুলে বল্লো,?
,
-কী'রে শাওন এতো দেরি করলি'যে?(আম্মু)
-আগে বাড়ি'তে ঢুকি পরে কথা বলি এই বিষয়ে,?(আমি)
-হ্যাঁ, যা গিয়ে ফ্রেশ হয়ে আই।(আম্মু)
,
আমি গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম আম্মুর রুমে এসে আম্মু বল্লো,?
,
-আংকেল, কী বল্লো,(আম্মু)
-আসলে, আম্মু আংকেল অতি'তারাতারি বিয়েটা দিতে চাই।আমি কী করবো বুঝতেই পারছি নাহ আমি?(আমি)
-দেখ, বাবা মেয়েটা কিন্তু খুব লক্ষি আর শান্ত'শিষ্ট একটা মেয়ে।তাছাড়া ও তোকে ভালোবাসে।(আম্মু)
-হ্যাঁ, আমি মানি ও আমাকে ভালোবাসে। কিন্তু ওর বাবা আমাকে যৌতুক দিতে চাই। তুমি কী রাজি আছো,?(আমি)
-না, বাবা আমরা গরিব হতে পারি কিন্তু লভি নয়।(আম্মু)
-আচ্ছা, এখন আমি যাই। খুব ঘুম পাচ্ছে।কাল ওরা আসবে(আমি)
-আচ্ছা, যা আর ওরা কাল আসবে?(আম্মু)
-হ, কাল ওরা আসবে।
,
এই বলে চলে এলাম আমার রুমে। এসে শুয়ে পরলাম।হটাৎ  আর সাথির কথা মনে হলো।ভাবলাম দেখি প্রেত্নি টা কি করছে। তাই ডাটা অন করলাম, দেখি ও এক্টিভ আছে দিলাম মেসেজ?
,
-ওই, প্রেত্নি।(আমি)
-হুম বলো।(সাথি)
-কী করতেছো?(আমি)
-এই'তো মাত্র শুইলাম। আর তুমি বাড়িতে গেছো?(সাথি)
-হ্যাঁ, এই মাত্র এলাম।(আমি)
-আচ্ছা, কাল তাহলে যাচ্ছি আমরা ওকে।(সাথি)
-ওকে, আর এখন বাই। প্রচুর ঘুম পায়েছে(আমি)
-আচ্ছা, Good night(সাথি)
-Good night(আমি)
,
তারপরে আমি ডাটা অফ করে শুয়ে পরলাম। সকালে চোখ খুলে দেখি সাথি আমার খাটে বসে এক দৃষ্টি'তে তাকিয়ে আছে।আমি এক লাঁফে উঠে বললাম,?
,
-তুমি, এতো সকালে এখানে কোনো?(আমি)
-এতো সকাল মানে? কত বাজে এখন?(সাথি)
,
আমি আমার ফোনের ইস্কিনে তাকিয়ে দেখি ১০টা ৪৮বাজে। আমি সাথি'কে বলিলাম,?
,
-Sorry এতো লেট করে ঘুম থেকে উঠার জন্য।(আমি)
- It's okay. এখন চলো বাবা মা এসেছে ওনারা কথা বলছে গিয়ে শুনি(সাথি)
-তোমার লজ্জা করবে'না। ওখানে বিয়ের কথা বলবে আর আমরা ওই কথা গুলো শুনবো?(আমি)
-ওহহ, সরি, (সাথি)
-এবার একটা কাজ করো। গিয়ে চা বানাও।তাও কাজে দিবে(আমি)
-কিহহ, আমি চা বানাবো?(সাথি)
-তো কী আমি বানা'বো(আমি)
-আচ্ছা, যাইতে'ছি(সাথি)
,
সাথি চলে গেলো চা বানাতে আর আমি গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম আমার রুমে এসে কিছুক্ষন পরে সাথি এসে বল্লো?
,
-এই নিন আপনার চা(সাথি)
-Thanks (আমি)
-এতো নেকা করতে হবে নাহ। তারাতারি খেয়ে নাও বাবা দাকতেছে?(সাথি)
,
আমি চা'টা শেষ করে। আমি আর সাথি এক সাথে আংকেলের সামনে গেলাম। আর আংকেল বল্লো,?
,
-তাহলে, শাওন সামনের সপ্তাহের শুক্রবারে তোমাদের বিয়ে, আর আমি তোমাকে 50% দিবো।ওকে এটাই আমার শেষ কথা।
-জ্বী আংকেল।
,
সাথির বাসার সবাই চলে গেলো আমাদের বাড়ি থেকে। আর সাথির সাথে এখন থেকে Facebook এ কথা হতে থাকে। বৃহস্পতিবার পযন্ত। এবং শুক্রবারে আমাদের বিয়ে টাও হয়ে গেলো। এবার এলো বাসর ঘরে,,,,,,,,,,?
,
বাসর রাতে,,,,,,,,,,,,,
,
আমি গিয়ে দেখি সাথি খাটে বসে আছে। আর আমি দরজা বন্ধ করে ওই খানে যেতেই আর আমার পা ছুঁয়ে সালাম দিলো।আমি বলিলাম,,,,?
,
-উঠো উটো মা, "থুক্কু" বউ উঠো।(আমি)
,
,,,,,,তারপরে আমরা অনেক কিছু করলাম। সেটা বলতে পারবো নাহ,,,,,,,,,,?
_______↪সমাপ্ত↩_______
,
বিঃদ্রঃ~ বানান ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পাসে থাকার জন্য ধন্যবাদ। আর আমি অতি'তারাতারি নতুন গল্প দিবো ইনশাআল্লাহ। স্তক্ষনে নিজের খেয়াল রাখবেন।

___________________________

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ