Facebook Love Story
Part- 5
-কী করছো এসব ছারো আমাকে(ছারিয়ে বললাম আমি)
-কেনো কিছু দিন পরে তোমার সাথে আমার বিয়ে। (সাথি)
-বাদ দাও এসব কথা। (আমি)
-কেনো(সাথি)
-আংকেল কে ডেকে নিয়ে আসো।(আমি)
-আচ্ছা, (সাথি)
,
সাথি চলে গেলো। আর আমি ভাবতে লাগলাম। সাথি এবার মনে হয় আমাকে সত্যিই ভালোবাসে। নাহ হলে এই ভাবে কিস খেতো নাহ। কিছুক্ষন পরে আংকেল আসলো।,,,,,,,,?
__এই কথা গুলো {পর্ব(৫)} থেকে নেওয়া__
,
-আংকেল, আপনি এখানে বসেন।(আমি)
-হ্যাঁ, আর আমি যে কারণে তোমাকে আ'সতে বলেছি সেটা হলো।তোমার সাথে সাথির বিয়ের ব্যপারে কথা বলার জন্য।(আংকেল)
-আংকেল, আপনি জানেন যে আমি বেকার। তা ছারা আমি গরিব ঘরের ছেলে। আমার মনে হয় সাথি আমাদের ওই খানে থাকতে পারবে না।(আমি)
-আরে, তুমি বেকার হয়ছে তাতে কী আসে'যায়।তুমি অনেক ভালো রেজাল্ট কর।দেখবে তুমি ভালো অংকের বেতনের চাকরি পেয়ে যাবে।(আংকেল)
-হ্যা, তা ঠিক। আর যদি আমি কোনো প্রকার চাকরি না পাই তাহলে। কী খাওয়াবো সাথি কে?(আমি)
-আরে বাবা, তাহলে আমি আছি কেনো,আমার ব্যবসার 50% তোমাকে দিয়ে দেবো।(আংকেল)
-সরি, আংকেল আমার মায়ের সপ্ন যে আমার একমাত্র ছেলে কে বিক্রর করে বিয়ে দিবে না। আর আমি যেদিন। সাথির জন্য য্যগো হতে পারবো সেদিন আমি নাহ হয় আবার আস'বো.(আমি)
-ছি, ছি, বাবা এই একটা কথা বললে।আমি তোমাকে ভালোবেসে 50% দিতে চাইছি।তা ছারা আমার এক'ছেলে আর এক'মেয়ে হিসেবে তো সাথি 50% পাই। তার জন্য তোমাকে দিতে চাইছি।(আংকেল)
,
-আংকেল, আমি চাই আমি নিজের পাইয়ে দারিয়ে সাথিকে বিয়ে করি।আর সাথির 50% সাথি কে দিন।আমাকে বলছেন কেনো?(আমি)
-দেখো, বাবা ও আর তুমি তো এক তাই না।ওকে দিলেও যা আর তোমাকে দিলেও তা।(আংকেল)
-আচ্ছা, যা করবেন। আপনি ভেবেচিন্তে করবেন প্লিজ। (আমি)
-ধুর পাগল ছেলে তোমাকে আর আমার মেয়ে কে ব্যবসা ভাগ দিলে সমস্যা কী(আংকেল)
-না, আমি এমনি বল্লাম। (আমি)
-আচ্ছা, তুমি বসো আমি সাথি কে পাঠিয়ে দিচ্ছি। (আংকেল)
,
আংকেল এই কথা বলে চলে গেলো সাথিকে ডাকতে। আমি সাথির রুমে বসে থাকলাম। কিছুক্ষন পরে সাথি রাতের খাবার নিয়ে এলো আর বল্লো?
,
-এইযে Mr কী কথা হলো দু'জনের?(সাথি)
-সেটা তোমাকে বলবো কেনো?(আমি)
-বলবে কিনাহ?(সাথি)
-নাহ বলবো নাহ। যা পারো করে দেখাও।(আমি)
,
এই বলার সাথে সাথে সাথি আমার দিয়ে এগিয়ে আসে। আর আমি ওকে জরিয়ে ধরে বলিলাম?
,
-তোমার আর আমার বিয়ে ব্যপারে কথা বলিলাম আংকেলের সাথে।কিন্তু, তোমার বাবা ব্যবসার 50% আমাদের যৌতুক দিতে চাই।(আমি)
-তাহলে তো আরও ভালো।(সাথি)
-জ্বি নাহ আমি কোনো যৌতুক নিতে চাই নাহ।(আমি)
-কেনো, তাছাড়া আমাদের কিছু দিন পরে বাঁচ্চা হবে। টাকা পয়সা লাগবে না।(সাথি)
-হ্যাঁ, তা ঠিক কিন্তু আমি পরে কারোর খেটা খেতে পারবো নাহ।(আমি)
-কী তুমি কী বললে?(সাথি)
,
সাথি এই কথা শুনে আমার থেকে ছাড়িয়ে চলে যেতে লাগলো।আর আমি সাথি'কে জর করে ধরে আমার বুকের মাঝে ধরে থাকলাম। আর বলিলাম?
,
-এই পাগলি তুই কী মজা বুঝিস না। (আমি)
-হয়ছে, আর নে'কামাল করতে হবে নাহ এই খাবার খেতে হবে এখানে বসো।আমি খাইয়ে দেই।(সাথি)
-কেনো তুমি খাইয়ে দিবে কেনো?আমার কী হাত নাই(আমি)
-আচ্ছা, তুই খাবি কীনাহ বল?(সাথি আমার দিকে গোল্লা গোল্লা চোখ করে তাকিয়ে বললো)
,
আমি মনে মনে বলিলাম। এই সেরেছে পেত্নি'টা তো এবার গায়ে হাত তুলবে।আমি বলিলাম?
,
-এই আমাকে মারার চেয়ে। তুমি আমাকে খাইয়ে দাও। হাহহহহ
-এই'তো মিস্টার এর বুদ্ধি হয়েছে। (আমি)
,
সাথি আমাকে খাইয়ে দিলো।আর আমি সাথিকে খাইয়ে দিয়ার পরে সাথি হাত ধরে বল্লাম?
,
-সাথি, একটা কথা বলবো?(আমি)
-হ্যাঁ, বলো?(সাথি)
-তুমি কী এইভাবেই আমার পাঁশের থাকতে পারবে?আর কোনো দিন ছেরে যাবে নাহ তো?(আমি)
-এই আমি কথা দিলাম। তোমাকে ছেরে কোথাও যাবো নাহ।(সাথি)
-আমিও তোমাকে কথা দিলাম। তোমাকে আর কোনো দিন ভুল বুঝবো'না। আচ্ছা, এখন যাই অনেক রাত হয়ে গেছে।(আমি)
-আচ্ছা, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি(সাথি)
,
আমি আর সাথি আন্টি, আংকেলের রুমে এসে ওনাদের বলিলাম,?
,
-আন্টি, আংকেল, আমি এখন যাই। আম্মু টেন্সন করবে আবার। (আমি)
-আচ্ছা, আর আমরা কাল তোমাদের বাসায় যাবো। বিয়ের কথা বলতে।(আন্টি)
-আন্টি, এতো তারাতারি বিয়ের কথা কেনো।(আমি)
-আমি ব্যবসার কাজে বাইরে যাবে তাই আমি ভাবছি যাওয়া আগে তোমাদের বিয়ের কাজ'টা শেরে ফেলতে চাই।(আংকেল)
-ও আচ্ছা, তাহলে কাল আপনারা সবাই আসবেন। (আমি)
-আচ্ছা, যাও।(আন্টি)
,
আমি আর সাথি আংকেল আন্টির রুম থেকে বেরিয়ে এলাম সাথিদের মেইন গেটের সামনে। আমি সাথির কপালে চুমু দিয়ে বলিলাম,?
,
-কাল দেখা হবে। (আমি)
-আচ্ছা, সাবধানে যেও(সাথি)
-আচ্ছা, বাই(আমি)
,
সাথি বাসায় ভেতরে চলে গেলো। আর আমি আমার বাসার দিকে রওনা হলাম।
,
,
,,,,,,,চলবে,,,,,,
,
বিঃদ্রঃ--বানান ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
____________
0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।