Facebook Love story । পর্ব- ৩


Facebook Love story 
পর্ব- ৩

আম্মু এই কথা শুনে চলে গেলো রান্না করতে।
,
-প্লিজ বাবা, প্লিজ। (আংকেল)
-আচ্ছা, আপনি আমাকে তিন মাস সময় দিতে পারবেন?(আমি)
-কেনো, বাবা তিন মাস কেনো?(আংকেল)
__{এই কথা গুলো পর্ব(৩)থেকে নেওয়া}__
,
-আমি তোমার জন্য সারা জীবন  With করতে পরবো(পাশ থেকে সাথি বল্লো)
-তো থাকো নাহ With করে। আমার কী?(আমি)
-তোমার কী মানে? তুমি আমাকে ভালোবাসো নাহ?(সাথি)
-হ্যা, একটা সময় তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাস তাম।আর অনেক বিশ্বাস ও করতাম। কিন্তু তুমি মাঝখানে এসে আমার হাত ছেরে দিয়েছো।তাই আজ তোমার প্রতি আমার মন উঠে গেছে।(আমি)
,
-এই এক মিনিট মাঝখানে হাত ছেড়ে চলে গেছে মানে?(আংকেল)
-আসলে আংকেল আপনিও তো জানেন যে আমার সাথে সাথির রিলেশন প্রথম কলেজ থেকে। আমার দু'জনে সব কিছু একে অন্যের সাথে  শেয়ার কেয়ার করতাম। বাট কোথা থেকে একটা ছেলে এসে আমাদের মাঝে ঢুকে পরে। আর আপনার মেয়ে ওকে ভালোবাসে ফেলে। আর সে দিন থেকে ও আমাকে পাত্তাই দিতো নাহ।আমি ও কিছু বলতাম নাহ।কিন্তু একদিন সাথি কে জিগেস করেছিলাম।যে ওই ছেলে কই। আর ও আপনার ছেলেকে দিয়ে আমার অনেক মার খাওয়া ছিলো। তাও আমাব মিথ্যা অপবাদ দিয়ে।আমি নাহ কী? ওকে খারাপ কথা বলেছিলাম। (আমি কান্না করতে করতে বলিলাম)
-ছি,ছি তুই এতো নিচে নামতে পারলি।(আংকেল)
,
এই বলে আংকেল সাথি কে চর মেরে দিলো। আরও মারতে গেলো। কিন্তু আমি আংকেলের হাত ধরে বল্লাম?
,
-আংকেল প্লিজ ওকে মারবেন নাহ। (আমি)
-দেখ তোকে ও কত ভালোবাসে আর তুই ছি ছি। এই আমি তোকে কতইনা বিশ্বাস করতাম।(আংকেল)
-Sorry বাবা। (সাথি)
-হ্যা সেটাই তো এখন বলবে।এই কথাটা কী শাওন কে আগে বলতে পারলি নাহ।(আংকেল আমাকে জরিয়ে ধরে বল্লো)
,
আমি আংকেল কে বলিলাম?
,
-আংকেল, একটু এদিকে আসবেন। (আমি)
-চলো(আংকেল)
,
আমি আর আংকেল একটু ফাকে গিয়ে আংকেল কে বলিলাম?
,
-আংকেল, আমি সাথিকে এখনও আগের মতই ভালোবাসি। আমি তিন মাস সময় নিয়ে দেখতে চাই। ও আমার সাথে আগের মতই করে কি নাহ।(আমি)
-আচ্ছা, বাট আমার মনে হয়। ও ওর ভুল গুলো বুঝতে পারেছে।(আংকেল)
-হ্যা, হতে পারে।আচ্ছা, চলেন এবার। (আমি)
,
আমি আর আংকেল সাথি ওখানে যেতেই দেখি সাথি আমার আম্মু কে জরিয়ে ধরে কান্না করতেছে।আমি গিয়ে বলিলাম?
,
-হয়ছে এতো নেকা'মো করতে হবে নাহ(আমি)
-চুপচাপ থাক কুত্তা(আম্মু)
-চল সাথি এখন বাসায় যাই। আর শাওন তুমি রাতে আমাদের বাসা যাবে।কিছু কথা আছে তোমার সাথে আমার । (আংকেল)
-আচ্ছা, (আমি)
,
সাথি কান্না বন্ধ করে আমাকে বল্লো?
,
-তারাতারি আসবে কিন্তু? (সাথি)
-ওই ছেলে'কে বলো ও হয়তো তারাতারি যেতে পারবে।(আমি হেঁসে বলিলাম)
,
সাথি আমার হাসি দেখে আমাকে জরিয়ে ধরে বল্লো?
,
-I love you(সাথি)
-যাও এখন। (জর করে আমি আমাকে ছারিয়ে নিলাম)
-আই সাথি,আর শাওন একটু তারাতারি এসো কিন্তু?(আংকেল)
-আচ্ছা, আংকেল(আমি)
,
আংকেল আমাকে আর আম্মু কে বিদায় দিয়ে চলে গেলেন। আমি চলে এলাম আমার রুমে,,,,,,?
,
,
,
,,,,,,চলবে,,,,,
,
,
বিঃদ্রঃ~বানান ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ