Facebook Love Story । পর্ব- ২


Facebook Love Story 
পর্ব- ২

-মেসেজ দিয়ে কী করবো? আপনি তো ভালোবাসা মানেই বোঝেন নাহ।আর তা ছারা আপনি কোটি পোতির মেয়ে। আর আমার মতো গরিব'কে কোনো ভালোবাস'বেন?(আমি)
-মন থেকে ভালোবাসি তোকে। আই লাভ ইউ।(সাথি)
-পরে কথা বলবো বাই।(আমি)
-আচ্ছা,।(সাথি)
___________♥___________
,
এই বলে ডাটা Off করে দিলাম।
আমিও ওকে এক সময় পাগলের মত ভালোবাস তাম কিন্তু ভাগ্যার কারনে ওকে হারিয়ে ফেলেছিলাম।
,
আপনারা আবার ভাবছেন যে কি হয়েছে আমার সাথে,,,,?
,
তা'হলে আমি বলি,,,?
,
 আমি আর সাথি এক কলেজে পড়তাম  এখনও পরি। সেই কলেজে আমি সব সময় ভালো রেজাল্ট করতাম। কিছু দিন পরে সাথি আমাকে  প্রোপজ করেছিল। আমি ভেবেছিলাম। ও আমার সাথে সারা জীবন থাকবে।তাই ওর প্রোপজ আমি Accept করেছিলাম । আমাদের ভেতরে অনেক শেয়ার কেয়ার করতাম আমরা দুজনে।.
,
কিন্তু হটাৎ,
আমাদের মাঝে একটা বড় লোকের ছেলের চলে আসে। আর সাথি আমাকে ছেরে দিয়ে চলে যাই। ওই ছেলের কাছে।কিন্তু ওই ছেলের ভালোবাসা শুধু মোহ ছিলো। তাই ও সাথিকে ছেরে চলে গেছে। আমি ওকে বলেছিমাম একদিন তোমার Bf কই? ও রাগে রাগে ওর বড় ভাইকে দিয়ে আমাকে অনেক মার খাওয়াছিলো। তার, কিছু দিন পরে ওই যে নীল আকাশ নামের আইডিটা দিয়ে আমাকে Friend Request দেই?
,
যাই হোক,,,,,
,
তবে আমি সাথি কে আজও ভালোবাসি। কারণ আমার ভালোবাসাই কোন মোহ্ ছিলো নাহ।
তার কারণে হয়তো ওকে অনেক ভালোবাসি।তবে আমি চাই। ও আবার আগের মত হোক। আমাকে ভালোবাসুক।আমার কাছে সব কিছু শেয়ার করুক।আমি চাই ও যেনো ওর ভুল টা বুঝতে পারে। সে কারনে ওর সাথে আমি এভাবে ওকে এরিয়ে চলছি।জানি ওর কাছে খারাপ লাগছে।কিন্তু আমার কিছু করার নাই।
,
হটাৎ আমার বাসার কলিংবেল বেঁজে উঠলো।আমি গিয়ে খুলতেই দেখি সাথি আর সাথির বাবা।আমি সাথির বাবাকে সালাম।
,
-ভিতরে আসেন আংকেল।(আমি)
-হ্যা, বাবা।(আংকেল)
-তা কেমন আছো?(আংকেল)
-হুম, আমি ভালো আছি।আপনি কেমন আছেন?(আমি)
-হ্যা, ভালো!(আংকেল)
,
ঠিক তখন আম্মু এসে বল্লো?
,
-কে উনি(আম্মু)
-আসলে আম্মু, উনি হলেন এই বড় লোকের বাবা(আমি সাথির দিকে আংগুল দেখিয়ে বলিলাম)
-তুই এই ভাবে কথা বলছিস কেনো(এই বলে আম্মু আমাকে একটা থাপ্পর বসিয়ে দিলো)
,
আমি থাপ্পর খেয়ে নিচু হয়ে বলিলাম?
,
-আংকেল, আপনি কী বলবেন বলেন?(আমি)
-আসলে বাবা হয়েছে কী?আমার মেয়ে খাবার খেতে চাচ্ছে নাহ(আংকেল)
,
এই কথা বলতে বলতে আমি আংকেল কে বলিলাম?
,
-তো আমি কী Dr.(আমি)
-নাহ,আমি আসলে তাই বলতে চাইনি।তুমি আমার মেয়েটা কে মাফ করে দাও প্লিজ। (আংকেল)
-আপনি আজব মানুষ তো।ভুল গুলো সব আমার আর মাফ চাচ্ছে ও।পরলে ও যেনো আমাকে মাফ করে দেই।ওর মতো মেয়ের সাথে আমি প্রেম করেছিলাম। ওকে বলবেন(আমি সাথির দিকে তাকিয়ে বল্লাম)
-বাবা,আমি তোমাদের বিয়ে দিতে চাই। আর আমার ব্যবসার 50%তোমাকে দিয়ে দিবো।(আংকেল)
-Sorry আংকেল।আমি এক জন ভালো মনের মানুষ চাই। সাথির মত নির্লজ্জ মেয়ে নয়।(আমি)
,
আম্মু এই কথা শুনে চলে গেলো।রান্না করতে।
,
-প্লিজ বাবা প্লিজ। (আংকেল)
-আচ্ছা, আপনি আমাকে তিন মাস সময় দিতে পারবেন।(আমি)
-কোনো তিন মাস কেনো?(আংকেল)
,
,
___চলবে___
বিঃদ্রঃ- বানান ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ