Facebook Love story. Part- 4


Facebook Love story 
Part- 4

,
-I love you(সাথি)
-যাও এখন। (জর করে আমি আমাকে ছারিয়ে নিলাম)
-আই সাথি,আর শাওন একটু তারাতারি এসো কিন্তু?(আংকেল)
-আচ্ছা, আংকেল(আমি)
,
আংকেল আমাকে আর আম্মু কে বিদায় দিয়ে চলে গেলেন। আমি চলে এলাম আমার রুমে,,,,,,?
_{এই কথা গুলো পর্ব(৪) থেকে নেওয়া}_
______________________________
,
এসে আমি ভাবতে লাগলাম। যে সাথির সাথে কী আমার এমন করা টা ঠিক হচ্ছে? সাথি'কী আমাকে সত্যি আবার ভালোবাসে? নাহ এতো তারাতারি ডিসিশন নেওয়া ঠিক হবে নাহ। কিছু দিন ওকে চোখে চোখে দেখি।আর তা ছারা আংকেল তো আমাকে খুব পছন্দ করেন। কিন্তু আংকেলের কথাটা রাখা উত্তম।
,
এই একম হাজার ও প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষন পরে আম্মু আমার রুমে এসে আমাকে বল্লো?
,
-একটা কথা বলবো?(আম্মু)
-হ্যা, বলো।(আমি)
-মেয়েটা কিন্তু খুব ভালো।(আম্মু)
-ভালোই তো। কিন্তু মেয়েটা আমাদের মতো গরিব মানুষ কে মানুষ মনেই করে নাহ।(আমি)
-কিন্তু মেয়েটা'কে দেখে তো এমন মনে হইলো নাহ'রে বাবা।(আম্মু)
-আচ্ছা, আমি আংকেলের সাথে কথা বলে দেখি কী করা যাই। (আমি)
-আচ্ছা, আই খেয়ে নে।(আম্মু)
-আচ্ছা, যাও তুমি আমি আস্তেছি।(আমি)
,
আম্মু, চলে গেলো।আমি ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খেতে। খাবার খেয়ে। আম্মু কে বলিলাম?
,
-আম্মু, আমি গেলাম। সাথি দের বাসায়?(আমি)
-আচ্ছা, যা।দেখে শুনে যাস।(আম্মু)
,
"আম্মু" কে বলে রওনা হলাম সাথি দের বাসার উদ্দেশে। আসতে আসতে দেখি আংকেল মরের মাথায় চা খাচ্ছে। গিয়ে বলিলাম?
,
-আংকেল, আপনি এখানে চলেন যাই আপনার বাসা।(আমি)
-হ্যা বাবা চলো(আংকেল চা কাপ রেখে দিলো)
,
এই বলে আমি আর আংকেল হাটা দিলাম। কিছুক্ষন পরে চলে আসলাম সাথি দের বাসায়। বাসায় এসে আংকেল কলিংবেলে চাপ দিতেই সাথি দরজা খুলে। বলিলো?
,
-বাবা,শাওন আসিনি?(সাথি)
-এই'যে আমি(আমি)
-ও এসো ভিতরে। (সাথি)
,
আমি ভিতরে যেতে যেতে। একটা কথা বলি।সেটা হইলো।
**সাথি আজ নীল শাড়ি। নীল চুড়ি। ওকে দেখে যা লাগছিলো। পুরাই মাশাল্লাহ।
,
যাই হোক আমরা গল্পে ফিরি↓
,
আমি এসে আন্টি'কে সালাম দিয়ে। বলিলাম?
,
-কেমন আছেন আন্টি.(আমি)
-হ্যা, তোমার মতো জামাই পেয়ে,কী কেউ দুঃখে থাকে।(আন্টি মুচকি হেসে বল্লো)
,
এই কথা শুনে সাথি দোওরে ওর রুমে চলে গেলো।আমি মনে মনে বলিলাম। কি'সব নেকা।
,
-বাবা, তুমি সাথির রুমে গিয়ে বসো। আমি আস্তেছি।(আংকেল)
-আংকেল, আপনিও আসেন। (আম
-তোমরা গল্প করতে লাগো আমি আসতেছি। (আংকেল)
-আচ্ছা, তারাতারি আসেন কিন্তু। (আম)
,
এই বলে দু'এক পা করে করে চলে এলাম সাথির রুমের সামনে এসে দেখি সাথির রুমের দরজা খুলা আমি বলিলাম?
,
-সাথি আমি কী আসবো?(আমি)
,
সাথি দোওরে এসে আমার হাত ধরে ওর রুমে নিয়ে গেলো।আমি বলিলাম?
,
-কী করছো ছারো আমাকে। (আমি)
-কী করছি মানে তুমি শুধু আমার আর কারো নাহ। তাই আমার যা ইচ্ছে আমি তাই করবো। (এই বলে সাথি আমাকে জরিয়ে ধরে কিস করতে লাগ্লো।)
,
-কী করছো এসব ছারো আমাকে(ছারিয়ে বললাম আমি)
-কেনো কিছু দিন পরে তোমার সাথে আমার বিয়ে। (সাথি)
-বাদ দাও এসব কথা। (আমি)
-কেনো(সাথি)
-আংকেল কে ডেকে নিয়ে আসো।(আমি)
-আচ্ছা, (সাথি)
,
সাথি চলে গেলো। আর আমি ভাবতে লাগলাম। সাথি এবার মনে হয় আমাকে সত্যিই ভালোবাসে। নাহ হলে এই ভাবে কিস খেতো নাহ। কিছুক্ষন পরে আংকেল আসলো।,,,,,,,,?
,
,
,
,
,
,,,,,,,,,চলবে,,,,,,,
,
বিঃদ্রঃ~বানান ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
____

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ