গল্পঃ Facebook Love Story পর্ব- ১ । গল্প পড়ি


গল্পঃ Facebook Love Story 
পর্ব- ১
লেখকঃ গল্প পড়ি

কাল্পনিক। কেউ বাস্তবে নিবেন না।

আমি গল্প লেখি। আপনারা তো জানেন। আমি আজ একটা ছোট্ট গল্প শেয়ার করবো?
,
কোনো একদিন আমি গল্প লিখছিলাম। হটাৎ একটা Friend Riqueet আসে আমার ফোনে।আমি ভাবলাম এটা সাধারণ বিষয়। কারণ Friend Riquest আসতেই পারে।আমি ভাবলাম গল্পটা লিখে পরে Accept করবো। আমি পরে ভাবলাম যে নাহ Accept করি এখনি। হয়তো আমার লেখা গল্প পড়বে।এই বলে আমি Accept করলাম। ওর I'd এর নাম টা ছিলো?নীল আকাশ। তার পরে আমি আবার গল্প লেখতে লাগলাম। হটাৎ মেসেজ এলো। নীল আকাশ I'd থেকে?
,
--Oii(মেয়েটা)
~জি বলেন,  আপনাকে কী করে হেল্প করবো?(আমি(
--আমার কোনো হেল্প লাগবে নাহ।আমি আপনাকে চিনি তাই নক করলাম। (মেয়েটা)
~ওহহ, আচ্ছা আপনার বাসা কোথায়?(আমি)
--বলবো নাহ।(মেয়েটা)
~ওকে, তাহলে বাই?(আমি)
--Please একটু কথা বলেন?(মেয়েটা)
~বলেন কিসের জন্য নক করছেন?(আমি)
--আসলে, আমি আপনাকে অনেক অনেক ভালবাসি। কিন্তু সামনাসামনি বলতে পারি নাই।(মেয়েটা)
,
আমি কিছুক্ষন ভাবলাম কে এই মেয়ে।তার পরে আমি আবার মেসেজ দিলাম?
,
~মানে।আমি আপনাকে চিনি নাহ জানিনা? আর আপনি আমাকে ভালবাসেন। (আমি)
--এতো, আমাকে চেনা লাগাবে নাহ।কাল আমরা দেখা করবো?(মেয়েটা)
~Sorry. আপনার পরিচয় দেয়ার পরে আমি ভেবে দেখবো।আপনার পরিচয় আগে দেন। না হলে বাই।(আমি)
--আমি বল্লাম তো আপনি আমাকে দেখলেই ঠিক চিনবেন।(মেয়েটা)
~ আচ্ছা, কোথায় দেখা করবো। বলেন?(আমি)
--রেস্টুরেন্ট(যে কোনো রেস্টুরেন্টের কথা ধরে নিন আপনারা।)(মেয়েটা)
~ আচ্ছা, ঠিক আছে বাই। রাতে কথা বলবো।(আমি)
--এখন কী করবেন?(মেয়েটা)
~একটু কাজ আছে। (আমি)
--আচ্ছা, বাই।(মেয়েটা)
,
আমি গল্প টা লেখার পরে। আমি মনে মনে ভাবতে লাগলাম কে ওই মেয়ে? ও আমাকে চিনে। কিন্তু আমি ওকে চিনি নাহ।আজব। তার পরে আমি খাবার খেয়ে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে এলাম বাসায়। এসে দেখি আম্মু রান্না করছেন। আমি আম্মু কাছে যেতেই আম্মু বল্লো?
,
-কই গেছিলি।(আম্মু)
~খেলতে।(আমি)
-আচ্ছা, যা গিয়ে বস আমি খাবার দিচ্ছি।(আম্মু)
~আচ্ছা, (আমি)
,
আমি ফ্রেশ হয়ে এলাম। আম্মু খাবার দিলো। আমি খেয়ে চলে এলাম আমার রুমে। এসে ডাটা ON  করতেই টুংটাং শব্দ হতে লাগলো। আমি দেখি ওই মেয়ে মেসেজ করেছে আমাকে মেসেজে লেখা ছিলো?
,
--কী কর এখন।(মেয়েটা)
,
মেয়েটা Active ছিলো তাই আমিও Sms দিলাম।
,
~কিছু নাহ। আপনি কী করেন? (আমি)
-Same.(মেয়েটা)
~ আচ্ছা, আমি কখন আপনার সাথে দেখা করবো। সেই সময় টা আমাকে বলে দেন(আমি)
-সকাল ৮টাই।(মেয়েটা)
~ আচ্ছা, আপনার নাম টা কী জানতে পারি(আমি)
-আমার নাম, সাথি।(মেয়েটা)
~ওহহ,আচ্ছা। কোন ক্লাসে পড়েন?(আমি)
- Intar 2 বর্ষ (সাথি)
~কোন কলেজ?(আমি)
-আপনি আমাকে দেখলেই বুঝে যাবেন ওকে।(সাথি)
~ওকে তাহলে কাল দেখা করবো।(আমি)
-আচ্ছা, বাই রাত হয়ে গেছে ঘুমিয়ে পরেন।(সাথি)
~বাই।(আমি)
,
আমিও একজন কে ভালোবাসি ওর নামও সাথি কিন্তু আমি ওকে বলতে পারি নাহ। কার ও কোটি পতির এক মাএ মেয়ে।আর আমি হইলাম মধ্যবিও।সে কারণে বলতে পারি নাহ। এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম আমি।
,
সকালে উঠে ফ্রেশ হয়ে।  ডাটা ON করিলাম। দেখি ওর এসএমএস এ আসছে লেখা ছিল।
,
-আমি এসেছি তুমি কই(সাথি)
~আমি বাসা থেকে বের হলাম মাএ(আমি)
-তারাতারি আসো প্লিজ। (সাথি)
~আচ্ছা, (আমি)
,
এই বলে রওনা হলাম। গিয়ে দেখি ওই খানে অনেক ছেলে মেয়ে বসে আছে সেই রেস্টুরেন্টে। আমি গিয়ে বসলাম। তখনি,,,,,,,,,?
,
,
,
চলবে,

বিঃদ্রঃ~বানান ভুল-ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ