পর্দাশীল মেয়ের ভালোবাসা
part = 5+6
আমাকে মহা টেনশন রেখে ও চলে গেলো, আবার বলে আমার সাথী হবে।
ওরে তো আমি বিয়ের পর মজা বুজাবো।
রুহিকে দিয়ে ঘরের সব কাজ করাবো।
বন্ধুদের ফোন করলাম। সবাইকে নদীর পারে আসতে বললাম। সবাই আসার পর ওদের কাছে সব কথা বললাম। হারামি গুলো তো মন খুলে হাসছে?
আমি: তোরা হাসতাছোছ কেন?
হাসবো না তাহলে কি কান্না করবো নাকি। তোর কিসমতে হাসতাছি?😁
আমার কিসমতে হাসার কি আছে?🙄 আর এখন বল না আমি কি করি।
রাসেল: তুই এখন মুরি খা।🤣
আমি: এমন সময় মজা ভালো লাগে না😤
রাসেল : তাহলে আমি কি করবো।😮
আমি: দোস্ত একটা ভালো বুদ্ধি দে?
রাসেল: তুই চুপচাপ সব কথা তোর ফেমেলি কে বলে দে। এটাই ভালো হবে।😏
বাকি বন্ধুরা : হ্যা এটাই ঠিক হবে। সব তোর ফেমেলিতে বলে দে।
আমি: আমি এইটা করতে পারবো না।😕
রাসেল: সব সত্য কথা তোর ফেমেলির কাছে বললে তোর সমস্যা। আবার যদি সঠিক সময়ের মধ্যে তোর ফেমেলি কে এসব না বলোছ তাহলে রুহি তোর অবস্থা খারাপ করে দিবো। 😁
আমি: হ্যা, এটাই তো জালা।😭
রাসেল : তাই সবচেয়ে ভালো হবে তুই তোর ফেমেলি কে সব বলে দে। আর আমি যে তোকে সাজেশন দিলাম তার জন্য আমাকে কিছু দে?
আমি: কি দিমু।😕
রাসেল : হোটেলে চল। 😏
আমি: আরেক বার খাওয়ার কথা বললে? একটা লাথি দিয়া নদীতে ফেলে দিব😡
অনেক চিন্তা করার পর বাসায় সব কথা জানানোর চিন্তা করলাম। সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় গিয়ে দেখি আম্মু রান্না করতাছে।
আমি: মা তোমাকে কি খুব একা একা লাগে?☺
আম্মু: কেন? কি হয়েছে।🤔
আমি: তোমার না এতো কাজ করা ঠিক না। অসুস্থ হয়ে যাবা তো। 😍
আম্মু : কি বলতে চাছ তুই? 🤔
আমি: আমি একটা বিয়ে করে নেই? আর বিয়েটা আমি তোমার ভালোর জন্য করতাছি। আমার জন্য মোটেও না?😁
আম্মু: কি বললি আবার বলতো?😳
আমি: বললাম তোমার তো একটা কথা বলার সাথি দরকার। তুমি যে সারাদিন এতো কাজ করো এর জন্য আমার অনেক কষ্ট হয়। এর জন্য আমি একটা সিধান্ত নিছি?
আম্মু: কি সিধান্ত?😵
আমি: আমি একটা বিয়ে করে নিবো? আর তোমার সব কষ্ট দুর করে দিবো।😚
আম্মু: অনেক ভালো সিধান্ত। এখন এখান থেকে যা?😡
আমি: আমি কিন্তুু সিরিয়াস।🤔
আম্মু : তুই যাবি নাকি......😡😡
আমি: আচ্ছা যাইতাছি?
এই বুদ্ধি টা কাজ হলো না। অন্য একটা বুদ্ধি বের করতে হবে। নানান বুদ্ধি ব্যবহার করার পর ও মা কে মানাতে পারলাম না। সময় চলে যেতে লাগলো আর আমার 3 দিন শেষ হতে চলেছে।
আর অন্য দিকে রুহি প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন করে আমার মাথা খায়।আমি যে কি করি কিছুই বুজছি না।
তাই শেষ বারের মতো আরেকটি বার কথা বলে দেখি।
আমি: মা আমি একটা কথা বলতে চাই?☺
আম্মু: হ্যাঁ তারাতারি বল।
আমি: মা তুমি কি রুহি কে চিনো?
আম্মু: হ্যাঁ চিনি তো। মেয়েটা অনেক ভালো।
আমি: মা আমি রুহিকে বিয়ে করতে চাই।😍
আম্মু: কিইইই?😳😡
আমি: হ্যা। আর রুহি ও আমাকে বিয়ে করতে চায়।😁
আম্মু: তোর মাথা ঠিক আছে তো বাবা?😵
আমি: আম্মু আমি ঠিক আছি। আর রুহি আমাকে বলছে আমার বিয়ে ওর সাথে না হলে রুহি সুইসাইড করবে। ( একটু মিথ্যা বললাম, না বললে কাজ হবে না)
আম্মু: আচ্ছা রুহিকে ফোন কর এখন?😡
আমি: কেন?🤔
আম্মু: যা বলছি তা কর। 😡
আমি রুহিকে ফোন করলাম। আম্মু সাথে সাথে ফোনটা নিয়ে নিলো। আম্মু আর রুহির মধ্যে কি কথা হলো কিছুই শুনি + বুজি নাই। আম্মুর দিকে তাকিয়ে দেখলাম আম্মু হাসতাছে। আমি তো কিছুই বুজছি না।
ফোন কেটে দেওয়ার পর আম্মু বললো কালকে রেডি থাকিছ।☺
আমি: কেন। আর রুহি কি বললো।🤔 ( আমি তো পুরো অবাক )
আম্মু: যা বলছি তাই কর। আর এখন গিয়ে ঘুমা।☺
আমি নিজের রোমে চলে গেলাম আর............
চলবে.........
part = 6
আমি রুহিকে ফোন করলাম। আম্মু সাথে সাথে ফোনটা নিয়ে নিলো। আম্মু আর রুহির মধ্যে কি কথা হলো কিছুই শুনি + বুজি নাই। আম্মুর দিকে তাকিয়ে দেখলাম আম্মু হাসতাছে। আমি তো কিছুই বুজছি না।
ফোন কেটে দেওয়ার পর আম্মু বললো কালকে রেডি থাকিছ।☺
আমি: কেন। আর রুহি কি বললো।🤔 ( আমি তো পুরো অবাক )
আম্মু: যা বলছি তাই কর। আর এখন গিয়ে ঘুমা।☺
আমি নিজের রোমে চলে গেলাম আর চিন্তা করতে লাগলাম, রুহি এমন কি বললো যে আম্মু এতো তারাতারি রাজি হয়ে গেলো। 🤔
এই কথা চিন্তা করতে করতে রুহিকে ফোন করলাম but মুবাইলে একটু ও ব্যালেন্ছ নাই। তাই চিন্তা করলাম রুহিকে মেসেন্জারে নক করি কিন্তুু আজ নেটওয়ার্কে ও মহা সমস্যা। এক কথায় বলতে গেলে আজ আমার কিসমত টাই খারাপ। 😔
কোনো ওপাই না পেয়ে শুয়ে শুয়ে গান শুনতে লাগলাম, গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেলাম তার কোনো খেয়াল নাই।
সকাল সকাল আমার ঘুম ভেঙ্গে গেছে। সবসময় তো হাজার ডাকাডাকি করে ও আমাকে ঘুম থেকে ওঠাতে পারে না। কিন্তুু আজকে কেন যানি ঘুমটা ভেঙ্গে গেল। যাক ভালো হয়েছে তারাতারি ঘুম থেকে ওঠা ভালো। ঘড়ির দিকে তাকানোর পর আমার চোখ কপালে ওঠে গেছে। এখন মাএ 5.50 বাজে।
এতো তারাতারি ঘুম থেকে ওঠা ভালো না তাই আবার ঘুমানোর চিন্তা করলাম কিন্তুু যদি দেরি হয়ে যায় তাহলে ও সমস্যা। তাই তারাতারি Fires হয়ে নিলাম এবং তারাতারি রেডি হয়ে। আম্মুকে ডাকতে গেলাম।
আমি: আম্মু ও আম্মু তুমি কই?😍
আম্মু: কিরে তুই এতো তারাতারি কিভাবে ওঠলি।😱
আমি: আম্মু চল যাই?☺
আম্মু: কোথায়?😱
আমি: তুমি তো বললা যে কালকে রেডি থাকতে। এখন চলো যাই?
আম্মু: কোথায় যাবো?
আমি: রুহিদের বাসায়।😍
আম্মু: যাবো তো। পরে।
আমি:কেন এখন চলো।
আম্মু: এতো সকাল সকাল কেও মেয়ে দেখতে যায় নাকি।😡
আমি নিরাশ হয়ে চলে আসলাম। আর বাইরে চলে গেলাম। 12.00 টার সময় বাসায় চলে আসলাম। আম্মুর কাছে জিগ্যেস করলাম কখন যাবে রুহির বাড়িতে।
আম্মু: বিকেলে।
আমি: ok.
আবার ও আমি খেলতে চলে গেলাম।ঠিক 5 টার কিছুখন আগে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি ও তারাতারি রেডি হয়ে নিলাম।
30 মিনিটের পর রুহির বাসার সামনে আমরা।সাদে তাকিয়ে দেখি রুহি দারিয়ে আছে মনে হয় আমাদের জন্যেই অপেক্ষা করছে। আমারা রুহির বাড়ির সামনে যাওয়ার আগেই রুহি দরজা খুলে আমাদের বরন করে নিলো।
আমি এর আগে ও অনেক বার রুহির বারিতে গিয়েছি কিন্তুু আজ আমার একটু অন্য রখম লাগছে, মানে একটু ভয়ভয় লাগছে।
বাড়ির ভিতরে গিয়ে বসলাম যেহেতু রুহির বাবা_মা আমাকে চিনে তাই কোন সমস্যা নাই।সবাই আসার পর সবার সাথে সবার হালকা কথা হলো। কিন্তুু কিছুখন পর আব্বু আমাকে বললো,
আব্বু : তুই বাইরে থেকে ঘুরে আয়।
আমি: কেন? আমি থাকি এখানে তো আমার দরকার ও হতে পারে।😏
আব্বু 😡😡😡😡😡, ( আব্বু রাগি লুক নিয়ে আমার দিকে তাকালো)
আমি আর কিছু না বলে বাহিরে চলে যেতে লাগলাম আর তখনি..
রুহির আব্বু: বাবা বাহিরে যাওয়ার দরকার নেই, তুমি আর রুহি সাদে গিয়ে কথা বল। তোমাদের সময় হলে আসতে বলবো নে? 😍😍
আমি: জি অবশ্যই। ( আমি রুহিকে ইসারা করে ছাদে আসতে বললাম )
তারপর আমি আর রুহি সাদে বসে কথা বলতে লাগলাম।
আমি: রুহি বলতো আমাদের সাদে পাঠিয়ে দিলো কেন।
রুহি: আমি কি জানি?
আমি: আচ্ছা একটা কথা বলতো?
রুহি: কি কথা?
আমি: আমি আম্মুকে 3 দিন যাবতীয় এতো বললাম, যে আমি তোকে ভালোবাসি তারপর ও আম্মু আমার কথায় কোন গুরুত্ব দিলো না। কিন্তুু তুই এমন কি বললি যে আম্মু এতো তারাতারি রাজি হয়ে গেলো?
রুহি: তোকে বলমু কেন? 😏
আমি: বল না। আমি জানতে চাই?
রুহি: তোর কিছুই জানতে হবে না। তোরে একটা কাজ দিয়েছি তা ও করতে পারলি না। 😡
আমি: আচ্ছা sorry. এখন বল না।
রুহি: বলমু নে বিয়ের পর।
আমি: বিয়ের পর কেন?
রুহি: তুই আমার কথা রাখতে পারিস নাই, তাই বিয়ের আগে আর তোর সাথে কথা বলমু না।😡
আমি: এইই তোর মাথা ঠিক আছে তো? এসব কি আজেবাজে কথা বলোছ, আর আজ কি তুই মদ খাইছোছ নাকি?😁
রুহি পুরো রেগে আমার কলার ধরে আর
রুহি: কিইই বললি? 😳সরম করে না এসব বাজে কথা বলতে। তোর সাথে বিয়ের দিন ও কথা বলমু না। যা সর ->😤
আমি: আরে Sorry আমি তো তোর ছোট বাবু, আর ছোট বাবুর সাথে কেও রাগ করে নাকি?☺
রুহি: আহারে আমার ছোট বাবুটা ফিটার খাইছো নাকি খাবা?😱
আমি: না খামু না বাসা থেকে খেয়ে আসছি। 😡
রুহি: তুমি তো আমার ছোট বাবু তাই না। 😏
আমি: হুমম।
রুমি: তাহলে আমাদের বারিতে কেন আসছো?
আমি: বিয়ে করতে আসছি আমার আরেক বাবুরে?😍
রুমি: তুমি তো এখন বাবু তাই আর 20 বছর পর আইসো বিয়ে করতে?
আমি: দেখ রুহি ফাজলামি বন্ধ কর। আমার রাগ তুলিছ না।😡
রুহি: আরে বাবুটার কি রাগ আছে নাকি?🤣
আমি: তোর এসব নাটক বন্ধ কর না হলে মোটেও ঠিক হবে না।😡
রুমি: আচ্ছা আমার বাবুটা কি করবে রাগ তুললে।🤔
আমি: তুই আগে বাবু বলা বন্ধ কর।😤
রুহি:না করমু না কি করবি এখন?
আমি: আমি কিন্তুু এখন তোকে...
রুহি : বল বল থেমে গেলি কে। বাবুটা ভয় পাইছে নাকি আমার থেকে।🤣
আমি: আমি ভয় পাইনি? আর তোর মতো মেয়েকে কে ভয় পাবে।😏
রুহি: তুই ভয় পাইলেই চলবে। আর কাওকে দরকার নাই।😁
আমি:বেশি সপ্ন দেখিছ না। পরে খুব কষ্ট হবে তোর।
রুহি: তাই নাকি বাবু।
আমি: রুহি তোরে কিন্তুু না করছি বাবু বলতে। ঠিক হবে না।😡
রুহি: কি করবি।☺
আমি: এখন একটা লাথি দিমু আর সাদ থেকে ফেলে দিমু। 😡
রুহি: তোর সাহসটা কতো বড়ো আমার সাথে এমন ভাবে কথা বলার।😡😡😡
আমি: আচ্ছা sorry আর এমন করমু না। 😔
রুহি: এখন তোর কপালে শনি আছে, তাই তুই এমন করছোছ?😡😡
আমি: আমি কি করলাম?আর এমন করমু না ভুলে যা এসব।
রুহি: তুই আমাকে তুই করে বললি কেন। এখানে বড় কে তুই নাকি আমি?😡😡😡
আমি: তুমি ( মাথা নিচু করে বললাম জানিনা ভবিষ্যতে আর কোন কোন কারনে মাথা নিচু করতে হয়)
রুমি: তাহলে বড় দের সম্মান করতে শিখ।😡😡
আমি: আচ্ছা করমু।😡😡 ( বিয়েটা হয়ে যাক, তারপর মজা বুজাবো )
রুহি : এই কি বললি?😡
আমি: কিছু না। আচ্ছা এখন এসব বাদ দেও না। sorry তো বললাম।😔
রুহি: না মাফ করবো না। শাস্তি তো পেতে হবে।😡
আমি:কি শাস্তি।
রুহি: তুই দারা আমি আসতাছি?
রুহি দৌড়ে নিচে চলে গেলো। 10 মিনিট পর এসে আমার সামনে দারালো।
রুহি: শাস্তি কিন্তুু মানতেই হবে বলে দিলাম।😁
আমি: ok মানবো। কিন্তুু তোমার হাত পিছনে কেন কি লুকিয়ে রাখছো আমার থেকে।
রুহি ওর পিছনে লুকিয়ে রাখা জিনিস টা বের করলা আর আমি সেই জিনিস টা দেখার পর আমার চোখ কপালের ও ওপরে ওঠে গেছে। 😱😱😱
রুহির হাতে একটা...............
চলবে..............
0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।