গল্পঃ পরির প্রেম
পর্ব- ১
আমার নাম এস.কে আমার বাসা পাবনা জেলাই। আমি কলেজে পড়াশোনা করি।
:-যা'ই হোক, আমি আজ আপনাদের সাথে একটা পরির গল্প শেয়ার করবো। আশা করি ভালো লাগবেই ইনশাআল্লাহ।
আমাদের পরিবারের সদস্য সংখ্যা ৩জন্য। আমি, আম্মু, আব্বু। এই নিয়ে আমাদের পরিবার। আমার ছোট বেলা থেকে খুব ইচ্ছে পরি দেখার। আমাদের বাড়ি পাশে একটা বড় বাঁশ বাগান আছে। শুনেছি বাঁশ বাগানে জিন, পরি এসব থাকে। কিন্তু আমার মনে হয় নাহ।কারন আমরা এই বাড়িতে রয়েছি প্রায় ৩ বছর। একদিন ও পরির বা অন্য কিছুর দেখা মেলেনি।
একদিন আমি আমার রুমে পড়তে ছিলাম। কোনো কারনে আমাদের বাসায় কারেন্ট চলে যায়। তখন আমি ছাঁদে চলে গেলাম আমি। যাওয়ার সময় আমার গিটার টাও নিলাম আমার সাথে। গিয়ে গিটারের সুর তুলতে লাগলাম। এবং গান গাইতে লাগলাম।কিছুক্ষন পরে হটাৎ আমার মনে হলো যে বাসায় কারেন্ট আসছে তাই গিটার বাজানো বন্ধ করে চলে আসতে লাগলাম। হটাৎ আমার পিছন থেকে একটা মেয়ে বলে উঠল?
;- কই জান,,,,?
আমি একটু ঘাবড়ে গিয়ে তাকিয়ে দেখি খুবই সুন্দর একটি মেয়ে।আমি ওই মেয়েটা কে প্রশ্ন করিলাম?
;-কে আপনি? আর আমার বাড়ির ছাঁদে কী ভাবেই বা এলেন?
মেয়েটা একটা মুচকি হেসে বল্লেন?
;-আমি মেয়ে?আপনার কী চোখ নেই যে দেখতে পারছেন না?
;-হ্যা,আছে বাট আপনি এখানে কী করেই এলেন?
;-আসলে আমি এখান দিয়েই যেতে লাগছিলাম। কিন্তু আপনার গিটার বাজানো দেখে আমি এখানে এসেছি।
;-ওহহ, আচ্ছা, আপনি কী পড়াশোনা করেন?
;-হ্যাহ, Ssc দিছি,,,!
;-ওহহ, আচ্ছা, আপনি থাকো কোথায়?
;-ওই,যে বাঁশ বাগান দেখছেন না। ওই খানে থাকি?
;-আরে, ওই খানে আপনি থাকেন আপনার ভয় করে না?
মেয়েটাবারও মুচকি হাসি দিতেই। আমি সংগে সংগে ওর ওপর ক্রেশ খেলার। আমি ওই মেয়েটার দিকে চেয়ে আছি এক দৃষ্টিতে। তখনই মেয়েটা বল্লো?
;-কই গেলেন?
;-ওহহ হ্যা হ্যা কী যেনো বলছিলাম?
;- আমি ভয় পাই কী নাহ?
;-ওহহ, হ্যা আপনার ভয় হয় না? ওই খানে নাকী? জিন,পরি থাকে? আপনাকে যদি কিছু করে?তাহলে কী করবেন আপনি?
;-আরে, না কই কিছু তো করে নাহ ওরা,,,,!
;-ওহহ, আচ্ছা এখন যাই রাত অনেক হয়েগেছে।
;-আচ্ছা, আপনি আমাকে প্রতি দিন গান শুনাবেন প্লিজ?
;-কিন্তু কেমন করে? আর এখানে আপনি আর আসবেন না।কেউ দেখে ফেললে মান সনমান একে বারে চলে যাবে।আমি নাহ হয় প্রতি দিন বিকেলে আপনাদের ওই খানে যাইবো। গান শুনিয়ে আবার চলে আসবো?
;-আচ্ছা, বাই আমাকে আম্মু ডাকছেন।(মেয়েটা)
;-আচ্ছা, আসেন বাড়ির ভিতর দিয়ে যান।
;-নাহ আপনি জান আমি একাই চলে যাইবো।
;-আপনি পারবেন ছাদ থেকে নামতে?
;-হ্যা, বেশ পারবো। আপনি যান?
আমি ওর কথা মত চিলেকোঠার দরজা এসে ওর দিকে তাকিয়েই দেখি ও নেই। আমি একটু ঘাবড়ে গিয়ে ও যেখানে দারিয়ে ছিল সেখান দিয়ে আর ছাদের চারপাশ দিয়ে দেখলাম ও কোথাও নেই। আমি ভয় পেয়ে চলে এলাম নিচে। আসতেই আম্মুর প্রশ্নর সম্মুখিন হইলাম?
;-এত ক্ষন পরে ছাদ থেকে নামা হচ্ছে। আর কার সাথে কথা বলছিলি তুই।তোর বাবা বল্লো?
;-ওইযে শান্ত ফোন দিয়েছিল তাই?
;-আচ্ছা, যা খাবার খেয়ে শুয়ে পর।
;-আচ্ছা,
এই বলে চলে এলাম খাবার খেতে। খাবার খেয়ে শুতে চলে গেলাম আমি। শুয়ে ভাবলাম ওই মেয়েটা কী মানুষ নাহ কী অন্য কিছু। ওকে জিন পরির কথা বললেই ও মুচকি হাসি দেই কেনো? ও কী জিন বা পরি। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম আমি।
|
|
|
|
|
°°°°°°°°চলবে''''''''''♥

0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।