ধর্ষন করে বিয়ে
পর্ব- ১২
না মানে আমার বয়ফ্রেন্ড নাই।(নিহা)
- কিহহ??(সিয়াম)
- জ্বি।(নিহা)
সিয়াম বুঝতে পারে আজকে তার খবর আছে সব টাকা তার পকেট থেকে খসাবে।তার চাইতে ভালো বিদায় নিয়ে চলে যাই।
সিয়াম উঠে চুপিচুপি বাইরের দিকে যায়।
নিহা ডাক দিয়ে বলে,
- ওই ছেলে ওই কই যাও।(নিহা)
.
- কোথাও না এখানেই গরম লাগছিলো তো তাই বাইরে আসলাম।(সিয়াম)
.
- এসি চলতাছে ভিতরে আর তুমি বলো গরম??(নিহা)
- ওহ সরি।(সিয়াম)
,
সিয়াম গিয়ে নিহাকে বলে,
- মিথ্যা বলার কি দরকার ছিলো।(সিয়াম)
.
- মিথ্যা না বললে তো পকেট ভর্তি টাকা নিয়া আসতা ডেটিং করার জন্য তাই বলিনাই।(নিহা)
.
- মানে??(সিয়াম)
.
- মানে আমি যানি মি.সিয়ামের পকেটে টাকা নাই ট্রিট খেতে চলে আসছে গার্লফ্রেন্ড এর বয়ফ্রেন্ড ট্রিট দিবে।হিহিহি(নিহা)
- মানে??(সিয়াম)
.
- মানে বুঝোনা কিছু?(নিহা)
.
- বুঝলাম নাতো বুঝিয়ে বলো।(সিয়াম)
.
- মানে আই লাভ ইউ।(নিহা)
.
সিয়ামের চোখে অন্ধকার দেখতাছে।
একদিনেই প্রেম। সিয়ামের বিশ্বাস হচ্ছেনা ব্যাপারটা।তাই সে নিহার হাতটা ধরে এটা বুঝার জন্য যে এটা সত্তি নাকি মিথ্যা।
কিন্তু নিহা বলে উঠে,
.
- ওই লুইচ্চা আই লাই ইউ বলছি আর হাত ধরা শেষ?যা তোর সাথে ব্রেকআপ।( নিহা)
.
বলেই বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে।সিয়াম আবালের মতো হা করে তাকিয়ে থাকে বুঝতে পারেনা কি হলো হঠাৎ করে।
মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কি করলাম হাতটা তো চেক করার জন্য ধরছি আর তাতেই ব্রেকআপ।
,
এমন সময় নিহা আবারো এসে সিয়ামের হাত ধরে হ্যাচকা টান দিলো।
তারপর টানতে টানতে নিয়ে বাইকে বসালো।
নিহাহা পেছনে বসলো।
নিহা সিয়ামকে জড়িয়ে ধরলো।
তারপর বললো,
.
- নদির পাড়ে যাবো চলো।(নিহা)
- আচ্ছা।(সিয়াম)
,
নিহা পেছনে বসে আছে ছেলেটার বোকামি দেখে।
তার কত ইচ্ছা ছিলো সাহসি একটা ছেলের সাথে প্রেম করবে।তা না উল্টা একটা বোকা ভিতুর ডিমের সাথে প্রেম করতাছে।
,
সিয়াম কিছুই বুঝতে পারছে না একবার আই লাভ ইউ বলে আবার বলে ব্রেকআপ আবার জড়িয়ে ধরে।কিছুই বুঝিনা।
মেয়ে নাকি অন্যকিছু। যাই হোক ভালোই হইছে একটা রাগি গার্লফ্রেন্ড তো পেয়ে গেলাম।
,
ছেকা খাইতে এসে গার্লফ্রেন্ড পাইলাম।
হিহিহি
মনে মনে সেই রকম খুশি হয় সিয়াম।
একটা শান্তশিষ্ট পুকুর পাড়ে গিয়ে বসে তারা।
.
- তোমাকে নদির পাড়ে নিয়ে যেতে বলছি পুকুর পাড়ে না।(সিয়াম)
.
- ঢাকা শহড়ে নদি কই পাবো এর জন্য তো ঢাকার বাইরে যাওয়া লাগবো।(সিয়াম)
.
- ওহ তাহলে থাক এটাই ঠিক আছে।(নিহা)
- হুমম।
,
নিহা উঠে গিয়ে সিয়ামকে বলে,
- কান ধরো।(নিহা)
- কোনো?(সিয়াম)
.
- ধরতে বলছি ধরো এতো কথা কেনো বলো।(নিহা)
সিয়াম কান ধরে তারপর নিহা বলে
- এবার বলো আমি তোমাকে ভালোবাসি।(নিহা)
.
- আমি তোমাকে ভালোবাসি।(সিয়াম)
.
- জোরে বলো।(নিহা)
.
- আমিিি তোমাকে ভালোবাসিইইইইইই।
(সিয়াম)
.
- এবার চোখ বন্ধ করো।(নিহা)
.
সিয়াম বুঝতে পারেনা কি হচ্ছে তার সাথে এসব।
সিয়াম চোখ বন্ধ করে।
নিহা আলতো করে সিয়ামের ঠোটে একটা কিস করে।
তারপর জড়িয়ে ধরে সিয়ামকে।
,
সিয়ামের হার্টবিট ১০ গুন বেড়ে গেছে।
এটা কি স্বপ্ন নাকি সত্তি বুঝতে পারছে না সে।
নিরব দর্শকের মতো শুধু দেখছে কি হয়।
.
তারপর দুজনে অনেকক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে যায়।
ওদিকে সানভি গোসল শেষ করে এসে খাওয়ার টেবিল এ যায়।
গিয়ে দেখে নিলিমা বসে আছে।
সানভিকে দেখেই উঠে দাড়ায়।
সানভির বাবা মা সবাই ওখানে।নিলিমা সবাইকে খাবার দেয়।
সানভিকেও দেয়।
,
- তুমিও বসো একসাথে খেয়ে নাও।(সানভি)
.
নিলিমা বিশ্বাস করতে পারেনা সানভি এসব বলতাছে।
অবশ্য সানভি শুধু বাবা মাকে খুশি করার জন্য কথাটা বলেছে।
.
নিলিমা সবাইকে খাবার দিয়ে নিজেও বসে পড়ে।
তারপর খাওয়া শেষ করে,
.
সানভি উঠতে যাবে তখন নিলিমা বলে,
- দই আছে বসুন।(নিলিমা)
.
নিলিমা ফ্রিজ থেকে দই বের করে সানভির প্লেট দেয়।
সানভির দই অনেক প্রিয়।
,
নিলিমার দিকে একবার তাকায় তারপর দইটুকু শেষ করে রুমে চলে যায়।
এইভাবে সারাদিন রুমে বসে থাকতে তার ভালোলাগেনা।
কবে যে অফিসে যাবো ভাবতে থাকে সানভি।
,
চলবে??

0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।