গল্প: শর্তের বিয়ে
পর্ব- ১
লেখকঃ সাজু
"আংকেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই" সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার সাহস দেখে খুব অবাক হয়ে তাকিয়ে আছে সাদিক সাহেব, তার মাথাতে আগুন জ্বললে ও মুখে কিছু বলতে পারছে না,কারণ অল্পবয়সী মেয়েদের বাবা মায়ের "মাথা একটু ঠাণ্ডা রাখতে হয়" এসবের মাঝেই দাঁড়িয়ে আছে গল্পের নায়িকা,মনে মনে ভাবছে সে "ছেলেটার গালে যদি কষে ২/৪ টা থাপ্পড় দিতো পারতো" মেয়েটার পাশে তার আব্বু না থাকলে হয়তো কিছু চড় থাবা খেয়েই বসতো ছেলেটা,,
ছেলেটা এখনো ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে আছে,তার বলা কথার উত্তর জানতে চাচ্ছে হয়তো,ছেলেটির দিকে তাকিয়ে সাদিক সাহেব যা বুঝতেছে তাতে ছেলেটিকে বাবা মায়ের বেকার সন্তানই মনে হচ্ছে তার কাছে,এরকম একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দেবার কথা কোন দিন ভাবতে ও পারে না সে, কিন্তু কোন না কোন ভাবে তো আজ কাটিয়ে যেতে হবে,তাই ছেলেটিকে সে "ঠিক আছে তোমার বাবা মাকে একদিন বাসায় নিয়ে এসো" লোকটি ভেবেছিলো এই কথাটা সে বলার পর হয়তো আজ এখানেই ছেলেটার সব আবেগ শেষ,,।
,
এবার ১ দিন পেছনে ফিরতে হবে,,
বিয়ের প্রস্তাব দেয়া ছেলেটির নাম সিয়াম, গতকাল সকালে অফিসে যাওয়ার পথে হঠাৎ করে আইস্ক্রিম খেতে মন চেয়েছিলো তার,ব্যস একটা দোকান দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বললো সে,নিজেই নেমে আইস্ক্রিম কিনে যখন আবার গাড়িতে উঠছিলো ঠিক তখন তার পাশের একটা কোচিং থেকে বের হলো বিন্দু সহ তার কিছু বান্ধবি,মেয়েটি এক অদ্ভুত চাহনীতে তাকালো সিয়ামের দিকে,আর জীবনে প্রথম কোন মেয়ের চাহনী,চোঁখ, মুখ, ঠোটে অসাধারণ কোন কিছু লক্ষ্য করলো সিয়াম,পাশ থেকে যাওয়ার সময় যতোটুকু, দেখা বলতে ব্যস এটুকুই,বাকিটা হয়তো মনের চোঁখে একে নিয়েছে সিয়াম,,
সিয়াম ছেলেটা কিন্তু আর দশটা ছেলের মতো না,তার কাছে কোন মেয়েকে ভালো লেগেছে এরকম একটা ব্যাপার কেউ বিশ্বাস করতে চাইবে না,জীবনে সে কতোগুলি মেয়ের কাছ থেকে প্রেম আর কতোগুলি মেয়ের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পেয়েছে তা গুনতে গেলে সংখ্যায় অনেক হবে,,বিন্দুকে যেহেতু সিয়ামের ভালো লেগেছে তাহলে সত্যিই এখানে ক্ষনিকের আবেগের মতো কোন ব্যাপারের সুযোগ নেই,কারণ সিয়াম একদম আবেগী না,সিয়াম ভাবছে "মেয়েটার পিছে ঘোড়া বা তাকে পটাতে যে সব কাজ করতে হবে তার কিছুই তো করা সম্ভব না তার পক্ষে,সে রকম সময়ই তো নেই "নিজের বিজনেস নিয়ে সারাদিনের ব্যাপক ব্যস্ততা তার,সকালে শেয়ার মার্কেট,দুপুরের পর মিল,সন্ধ্যায় ফার্মে যেতে হয়,আর এসবের মধ্যে থেকে প্রতিদিন নিয়ম করে ঠিক টাইমে এসে দাঁড়িয়ে থাকা ব্যাপার গুলি হাঁস্যকর ছাড়া আর কিছু মনে হচ্ছে না তার কাছে,,।
,
তাই বিন্দুকে দেখার দ্বিতীয় দিনের দিন এতো কিছু না ভেবে বিন্দুর সামনে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়া, সিয়ামের নিজের প্রতি বিশ্বাস ছিলো সে "এতোটা কষ্ট করে নিজেকে যেভাবে তৈরি করেছে তাতে করে তাকে কোন মেয়ে বা তার পরিবারের কাছে না বলাটা এতোটা সহজ হবে না"।
,
৩য় দিনের দিন,,
বিন্দুর আব্বুর বলা "তোমার ফ্যামিলেকে বাসায় নিয়ে এসো একদিন" কথাটি রাখতে সেদিন বিকালে আব্বু আম্মুকে নিয়ে বিন্দুদের বাসাতে আসে সিয়াম,বিন্দুর আব্বু আম্মু যখন জানলো সিয়াম বেশ বড় ব্যবসায়ী আর ছেলে হিসাবে ও সব দিক দিয়ে ভালো, মেয়ের বিয়ের বয়স হয়েছে বিয়ে তো দিতেই হবে,আর এরকম ছেলে সব সময় পাওয়া যায় না,তাই তখন সব দিক বিবেচনা করে তারা বিয়েতে রাজী হলো,,।
,
সিয়ামের মনে যখন খুশির জোয়ার ঠিক তার বিপরীত অবস্থা বিন্দুর,ব্যাপারটা তার একদম ভালো লাগছে না,আর আব্বু আম্মুর মুখের উপর ও সে কিছু বলতে পারছে না বা পারবে না,,,,বুদ্ধি করে বিন্দু সিয়ামের সাথে আলাদা কথা বলার ব্যবস্থা করে,,
সিয়াম আর বিন্দু ছাদে,তাড়া দুজন ছাড়া সেখানে আর কেউ নেই,এমনিতেই ছাদের পরিবেশটা খুব সুন্দর তার উপর পাশে দাঁড়িয়ে আছে বিন্দু,ব্যাপারটা ভাবতেই এক অন্য রকম শিহরণ হচ্ছে সিয়ামের,নিজেকে হারিয়ে সিয়াম তাকিয়ে আছে বিন্দুর চোঁখের দিকে,ঠিক এরকম সময়,,
,
~ বিন্দু -কিছুটা রাগি কন্ঠে "কি সমস্যা আপনার,? দেখতে শুনতে তো আল্লাহ্র রহমতে বেশ সুন্দর, তার উপর যা শুনলাম তাতে তো আপনার টাকা পয়সার ও কোন অভাব নেই, কিন্তু স্বভাব এতো খারাপ কেনো,?
~ সিয়াম - অপলক দৃষ্টিতে অনবরত কথা বলতে থাকা বিন্দুর দিকে তাকিয়ে এক অন্য জগতে হারিয়ে ছিলো সিয়াম,কিন্তু তাতে কি, বিন্দুর মুখ থেকে "স্বভাব টাইপের" কিছু একটা কথা ঠিকই শুনেছে সে,, "শেষের দিকে কি বললেন একটা,"?
~ কিছুটা রেগে চোঁখ বড় বড় করে বিন্দু "বলেছি স্বভাবটা এতো খারাপ কেনো"
~ কিছুটা অবাক হয়ে "সরি কার কথা বলছেন ঠিক বুঝতে পারলাম না"
~ চোঁখে মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে তার পর ও "আমি বুঝাতে চাচ্ছি আপনার স্বভাব চরিত্র খুব বেশি ভালো না, এটা আপনি জানেন"?
~ হা,হা,হা,,করে মিনিট দুই হাঁসলো সিয়াম "কেনো দুই দিনের দিন বিয়ের প্রস্তাব দিয়েছি তাই"?
~ সিয়ামের মুখের কথা শুনে বেশ চমকে উঠলো বিন্দু, "মাথায় ভালোই বুদ্ধি আছে তো আপনার"
~ কোন ব্যাপারে প্রশংসা শুনে সেটাতে খুব বেশি পাত্তা না দেয়ার একটা অভ্যাস সিয়ামের বেশ পুরনো "আমি ও জানি আসলে ব্যাপারটাতে খুব বেশি তাড়াহুড়ো হয়েছে,কিন্তু কি করবো আর কোন উপায় ছিলো না"
~ মুখ হাল্কা বাকা করে বিন্দু "কেনো আর তর সইছিলো না"?
~ অল্প করে কিছু একটা ভেবে নিয়ে "হ্যা তা অবশ্য ঠিক,কারণ আমার হাতে আপনার পিছে ঘোড়ার মতো কোন টাইম নাই,ওদিকে আবার আপনাকে আমার প্রতিদিন দেখতেই হবে তাই একটু তাড়াহুড়োই করে ফেললাম"
~ ছেলেটার কি লজ্জা বা ভয় টয় বলতে কিছু নেই ভেবে বিন্দু "এপর্যন্ত কয়টা"?
~ বিন্দুর কথা বুজে ও সিফাত না বোঝার ভাব নিয়ে "বুঝলাম না ঠিক কি বলতে চাচ্ছেন আপনি"
~ বলতে চাচ্ছি "রাস্তায় দেখে এপর্যন্ত কয়টা মেয়ের বাড়িতে গেছেন"?
~ রাগ চাপিয়ে রাখার এক অদ্ভুত গুন আছে সিয়ামের ভিতর, রাগ হলে ও তা প্রকাশ না করে "আপনার যতোগুলি মনে হবে ততোগুলি"
~ মাথায় আগুন জ্বলছে বিন্দুর "তাহলে আমাকেই পছন্দ করলেন কেনো"?
~ খুব মিষ্টি করে হেঁসে সিয়াম "শোনেন আমার জন্য কতোগুলি প্রস্তাব এপর্যন্ত পেয়েছে তা আপনি আমার আব্বু আম্মুর কাছ থেকে শুনে নিয়েন,,আর হ্যা আপনাকে পছন্দ করার কারণ "আপনার যা আছে অন্য কারো আমি সেরকম কিছু দেখিনি"
~ কথাটি শুনে চোঁখ কপালে উঠলো বিন্দুর,নিজেকে সামলে খুব আস্তে করে সে "আমার যা আছে তাদের ও তো তাইই আছে"
~ কিছুটা অবাক হয়ে সিফাত "না ঘোলা চোঁখ আর নাকের মাঝে তিল এরকম আর কারো নাই,আর থাকলে ও আমার চোঁখে পরেনি"
~ ওহ,এদুটো কারণ,? মনে মনে ভাবলো বিন্দু,একটু চালাকি করতে পারলেই এযাত্রা বিয়ের হাত থেকে বেঁচে যাবে "আপনি তো জানেন না,আমার চিল আর ঘোলা চোঁখ দুটোই নকল"
~ এটুকু চালাকি বোঝার ক্ষমতা সিয়ামের আছে "ধন্যবাদ সত্যিটা বলার জন্য"
~ খুশিতে লাফালাফি করা অবস্থা বিন্দুর "জ্বি এবার তাহলে আপনারা আসতে পারেন "
~ কিছুটা গম্ভীর হয়ে সিয়াম "আচ্ছা নিচে নেমে বিয়ের তারিকটা এমাসেই দিচ্ছি"
~ সব হাঁসি আর লাফালাফি নিমিষেই হারালো বিন্দুর কাছ থেকে "এই না না এরকম করবেন না প্লিজ"
~ প্লিজ বলার সময় বিন্দুকে কেমন জানি অন্যরকম, অনেক ভালো লেগেছে,ব্যাপারটা চোঁখ এড়ায়নি সিয়ামের "আর কয়েকবার প্লিজ বলেন তো"
~ বিন্দু ভাবলো তার মুখের বলা প্লিজে হয়তো মায়া লেগেছে সিয়ামের "প্লিজ প্লিজ প্লিজ বিয়ের তারিক দিয়েন না"
~ প্লিজ শুনছে আর প্রতিবার বিন্দুর প্রতি নতুন ভাবে ভালোলাগা তৈরি হচ্ছে সিয়ামের "শোনেন আমার আবেগ টাবেন নাই,বিয়ে হচ্ছেই,আপনার অন্য কিছু বলার থাকলে তাই বলুন,,বয়ফ্রেন্ড বা অন্য কিছু থাকলে তাই বলুন"
~ অভিমানী মুখে বিন্দু "না আমার ওগুলি নেই,আমি কোনদিন প্রেম করিনি তবে ইচ্ছা আছে,,,,আর হ্যা বিয়ে করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে,খুব কঠিন শর্ত জানি আপনি মানতে পারবেন না"
~ শর্ত কথাটা শুনে খুব হাঁসি পাচ্ছে সিয়ামের, শর্ত দিয়ে বিয়ে করবে এমন বোকা সে না "কোন শর্ত দিয়ে আমি আপনাকে বিয়ে করছি না,ওসব ছাড়াই বিয়ে হচ্ছে"
~ রেগে গিয়ে বিন্দু "ঠিক আছে তাহলে আপনি আমাকেই পাচ্ছেন কিন্তু কোন দিন আমার মন পাবেন না"
~ বিন্দুর বলা এই কথাটা ভালো লাগলো না সিয়ামের,মনে মনে সিদ্ধান্ত নিলো সে,শর্ত যতো কঠিনই হোক না কেনো বিয়ে সে বিন্দুকেই করবে "আচ্ছা বলেন কি শর্ত আপনার"?
চলবে.......

0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।