গল্প: শর্তের বিয়ে
পর্ব- ২
~ বিন্দু- মনে মনে ভাবছে সে এমন কঠিন কোন শর্ত দিতে হবে যেটা শুনে সিয়ামের মাথা থেকে তাকে বিয়ে করার ভূত পালাবে, "আমি বিয়ে করতে রাজি,তবে তার আগে প্রেম করতে চাই"
~ সিয়াম- বিন্দুর মুখ থেকে কথাটা শুনে বেশ অবাক হয়ে "প্রেম করলে তো আগেই করতে পারতাম,এখন করবো কেনো,? আর হ্যা আমার সে রকম টাইম নাই"
~ এরকম কিছু শোনার জন্যই প্রস্তুত ছিলো
বিন্দু "তাহলে কি আপনি আমার শর্ত মানতে পারছেন না"?
~ কোন কিছু না ভেবেই সিয়াম, "না,আমি এরকম কিছুর কোন দরকার দেখি না"
~ একটু রেগে গিয়ে বিন্দু "সব কিছুই যে আপনার ইচ্ছাতে হবে তা কিন্তু না,আমার ও তো কোন ইচ্ছা থাকতে পারে"
~ হেঁসে দিয়ে সিয়াম "হ্যা পারে তবে এরকম অদ্ভুত ইচ্ছা না"
~ খুব নরম ভাবে বিন্দু "দেখেন আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে,জীবনে আমার সব চিন্তা খুব সাধারণ,আমার স্বপ্ন আমি যাকে বিয়ে করবো তার আহামরি কিছু না থাকলে ও চলবে,শুধু আমার প্রতি ভালোবাসা থাকলেই হবে"
~ চোঁখ বড় বড় করে সিয়াম "হুম,খুব ভালো ইচ্ছা"
~ কিছুটা আবেগপ্রবণ হয়ে বিন্দু "আমি যাকে বিয়ে করবো সে আমাকে এসির ভিতর না রাখলে ও চলবে,কারেন্ট গেলে হাত পাখা দিয়ে একটু বাতাস করে দিলেই আমি খুশি,তার আমাকে গাড়িতে চড়ানো লাগবে না,রিক্সায় পাশাপাশি বসে ঘুরালেই চলবে,তার আমাকে দামি সোনার হার কিনে দেয়া লাগবে না,ভালোবেসে একটা পায়েল কিনে দিলে ও চলবে"
~ বিন্দুর বলা কথা গুলি খুব মন দিয়ে শুনছিলো সিয়াম "সত্যিই অসাধারণ আপনার চিন্তা গুলা"
~ সিয়ামের দিকে তাকিয়ে "হ্যা কিন্তু এসবের কিছুই হবে না আপনাকে বিয়ে করলে"
~ কিছুটা অবাক হয়ে সিয়াম "কে বলেছে এসব"
~ বিন্দুর মুখে বিন্দুমাত্র হাঁসি নেই "হ্যা আপনি হয়তো শখ করে একদিন আমাকে হাত পাখা দিয়ে বাতাস করবেন,কিন্তু দ্বিতীয় দিন আর পারবেন না কারণ আপনার হাত ব্যাথার ভয়ে"
~ কথা গুলি শুনতে বেশ ভালোই লাগছে সিয়ামের "ওহ,হ্যা তার পর"
~ আগ্রহ নিয়ে বিন্দু "আপনি হয়তো আমাকে নিয়ে শখ করে একদিন রিক্সায় ঘুরবেন কিন্তু গায়ে ব্যথা হবার ভয়ে আর কোনদিন রিক্সায় উঠতে চাইবেন না"
~ প্রতিবার বিন্দুর কথা শোনার পর আরো বেশিবার শুনতে ইচ্ছা করছে সিয়ামের "হ্যা তার পর আর কিছু আছে নাকি"
~ সিয়ামের ধান্ধা বুঝছে না মিতু,যেগুলি শুনে তার রাগ হবার কথা তার বদলে ছেলেটা খুশি হচ্ছে কেনো,? "আপনি আমাকে দামি গহনা কিনে দিবেন কারণ সেগুলি না পড়লে আপনার সম্মান নষ্ট হবে কিন্তু তাতে ভালোবাসা থাকবে না,আপনি একটা পায়েল কিনে এনে কোনদিন আমাকে নিজের হাতে পরিয়ে দিতে পারবেন না কারণ সেটা কম দামি"
~ বিন্দুর দিকে তাকিয়ে আর তার অসাধারণ কথা গুলি শুনে অন্য এক জগতে হারিয়ে গেছে সিয়াম,ভাবছে সে "কিভাবে এতোটা সুন্দর চিন্তার মানুষ হয়"
~ সিয়ামের দিকে তাকিয়ে বিন্দু "এই যে,কি ব্যাপার কি ভাবেন"
~ মাথাটা নিচু করে সিয়াম "না তেমন কিছুই না"
~ কোন কারণে খুব বেশি খুশি হয়ে বিন্দু "দেখেছেন আমার কথা গুলি শুনেই আমার প্রতি আপনার ভালোলাগা শেষ"
~ বেশ অবাক হয়ে সিয়াম "কিভাবে বুঝলেন"?
~ চোঁখ বড় করে বিন্দু "এই যে এখন আমার দিকে তাকাচ্ছেন ও না"
~ আসলে তো সিয়াম বিন্দুর দিকে তাকাতে পারছে না অন্য কারণে,ওই চোঁখ আর মুখের প্রতি বিন্দুর কথা শুনে সিয়ামের দুর্বলতা আরো বেড়েছে,আর তাই তো,,,, "না আপনি যা ভাবছে সেরকম কিছুই না,আপনার প্রতি আমার শ্রদ্ধা বহু গুন বেড়ে গেছে আর তাই তাকানোর সাহস পাচ্ছি না"
~ সিয়ামের উপর মেজাজ যে কি পরিমান খারাপ হচ্ছে তা জানে না বিন্দু নিজে ও "বাদ দিন এগুলি,আমি তখন যেগুলি বলেছি এবার সে গুলির উত্তর দিন"
~ মিনিট খানেক চুপ থেকে সিয়াম "আপনার চিন্তা গুলি কিছুটা ঠিক,আমি আপনাকে হাত পাখা দিয়ে বাতাস দিতে পারব না,আমি আপনাকে নিয়ে গায়ে ব্যাথার ভয়ে রিক্সায় ঘুরতে ও পারব না"
~ সিয়ামের কথা গুলি শেষ হবার আগেই বিন্দু "তার মানে বিয়ে বাদ,আপনাকে অনেক ধন্যবাদ"
~ হেঁসে দিয়ে সিয়াম "না বিয়ে হচ্ছে"আমি আপনাকে হাত পাখা দিয়ে বাতাস দিতে পারব কিনা সেটা সময়ই বলে দিবে,আর রিক্সায় ঘুরাতে পারব, ব্যথা হবে না কিন্তু তার পর যদি আমার গায়ে ব্যথা হয় তখন আপনি হাত পা টিপে দিবেন"
~ বিন্দুর চোঁখে মুখে হতাশা ভর করেছে, "দেখেন,,আপনি আমার থেকে ভালো কাউকে পাবেন"
~ বিন্দু যখন এই কথাটা বলছিলো তখন সিয়াম তার দিকে তাকিয়ে ভাবছিলো পৃথীবিতে একটা মানুষ এতোটা সুন্দর হয় কিভাবে? "হ্যা হয়তো আমি আপনার থেকে ভালো কাউকে পাবো"
~ সিয়ামের মুখ থেকে কথাটা বের হবার সাথে সাথে খুশিতে লাফালাফি শুরু করা অবস্থা বিন্দুর, "হুম এতোক্ষন পরে বুঝলেন"
~ অনেক্ষন পর বিন্দুর চোঁখের দিকে তাকিয়ে সিয়াম, "আপনার থেকে ভালো কিছু পেলে ও আপনাকে পাবো না,আর আমার আপনাকেই চাই"
~ রাজ্যের হতাশা এসে ভর করেছে বিন্দুর চোঁখে মুখে "ঠিক আছে আপনি আমাকে পাবেন কিন্তু আমার মন পাবেন না"
~ জোর করে কোন দিন কোন কিছু করার মতো ছেলে সিয়াম না,সে চেষ্টা দিয়েই সব কিছুর জয় করে নিতে শিখেছে, "আচ্ছা আমি আপনার প্রেমের শর্তে রাজি"
~ সিয়ামের কথা শুনে খুব বেশি খুশি না হলে ও হতাশা কেটেছে বিন্দুর থেকে "আমার আরেকটা শর্ত আছে"
~ বেশ আগ্রহ নিয়ে সিয়াম "হুম বলেন কি"
~ খুব জোর কন্ঠে বিন্দু "প্রেমের মাঝে আপনি কখনো আমাকে কোন উপহার দিতে পারবেন না"
~ শর্তটা শুনে খুব অবাক হয়ে সিয়াম "আচ্ছা খুব সাধারণ কিছু তো দিতে পারব"
~ কিছুক্ষন ভেবে বিন্দু "ঠিক আছে কিন্তু মনে থাকে যেনো খুব সাধারণ কিছু,তা না হলে কিন্তু আমি ফিরিয়ে দিবো"
~ হঠাৎ করেই একটা দরকারি কথা মনে হলো সিয়ামের, "আর হ্যা প্রেমের নামে কিন্তু সকালে কোচিং বা বিকালে আপনার বাসার সামনে দাঁড়িয়ে থাকা না,আপনি যদি এগুলি ভেবে থাকেন তাহলে আগে থেকেই বলে দিচ্ছি আমার পক্ষে সম্ভব হবে না"
~ সিয়ামের সোজাসুজি কথা বলা,এই একটা ব্যাপার বেশ ভালোই লাগে বিন্দুর "ছাগল নাকি আপনি,তাহলে প্রেম হবে কিভাবে,? আর আমি বুঝবোই বা কিভাবে যে আপনি আমার জন্য কষ্ট করতে পারবেন"?
~ বিন্দুর কথা শুনে খুব হাঁসি পাচ্ছে সিয়ামের,কিন্তু কি করবে হাঁসতে ও পারছে না বেঁচারা, "কি করলে আপনি বুঝবেন যে আপনার জন্য আমি কষ্ট করতে পারব,সেটা আপনিই বলে দিন"
~ মাথা চুলকিয়ে বিন্দু, "আচ্ছা আপনি ঘুম থেকে উঠেন কয়টায়"?
~ সিয়াম ঘুম থেকে উঠে ৮ টায়,কিন্তু বিন্দু তাকে কি বলতে পারে মনে মননে সেটা ভেবেই কিনা, "সকাল ৭ টায় উঠি"
~ খুব খুশি হয়ে বিন্দু, "ঠিক আছে আপনি তাহলে ভোর ৬ টায় আমার বাসার সামনে আসবেন,সবার আগে আপনাকে দেখে আমি পড়তে বের হবো,মাত্র ৩ দিন এটা করতে পারলেই আমি বুঝে নিবো"
~ এরকম কিছুই ভেবেছিলো সিয়াম, "দেখেন এটা আমি খুব সহজেই পারব,মাত্র ৩দিন এটা খুব বেশি সহজ হয়ে যায়,আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি,পারলে কঠিন কিছু দিন যেটা আমি না ও পারতে পারি"
~ কিছুক্ষন ভাবলো কিন্তু হুট করে কোন কঠিন কিছু মাথায় আসছে না বিন্দুর, "ঠিক আছে আপনার নাম্বার দিয়ে জান ভেবে জানাবো"
~ এরকম কিছুর জন্য অনেক্ষন থেকেই অপেক্ষায় ছিলো সিয়াম,পকেট থেকে ২ টা ভিজিটিং কার্ড বের করে বিন্দুকে, "এই নিন"
~ সিয়ামের হাত থেকে কার্ড ২টি নিয়ে ভালো ভাবে পড়লো বিন্দু, "একটা মিলের আরেকটা ফার্মের, দুইটা কার্ডে তো একই নাম্বার তাহলে দুইটা কার্ড কেনো দিলেন"?
~ মেয়েটা তো প্যাঁচে ভরা,ভেবে সিয়াম, "এমনি দিলাম"
~ ২টা কার্ডের ব্যাপার ভালো লাগলো না বিন্দুর,সিয়ামের দিকে কার্ড দুটি ফিরিয়ে দিলো সে,রুম থেকে কাগজ কলম এনে তা বাড়িয়ে দিয়ে সিয়ামকে বিন্দু, "এই নিন এতে নাম্বার লিখে দিন"
~ অনেক কিছু বলতে ইচ্ছা হলে ও কিছুই বলা হলো না,চুপ করে থেকেই নিজের নাম্বার কাগজে লিখে দিলো সিয়াম,
"সেদিন বিন্দুদের বাড়ি থেকে বিয়েটা আধাপাকা করে তার আব্বু আম্মুকে নিয়ে চলে এসেছিলো সিয়াম,সবাই বিয়ের তারিক দিতে চাইলে ও সিয়াম কিছুদিন পর টাইম ঠিক করবে বলে সবাইকে বলে দিলো"।
,
পরেরদিন,,
কোচিং থেকে বেড়িয়ে রিক্সা ডাকবে বিন্দু, ঠিক এরকম সময় পাশ থেকে শুনতে পেলো "আসসালামু আলাইকুম ম্যাডাম" পাশে তাকিয়ে বিন্দু দেখতে পেলো সিয়ামের গাড়ির ড্রাইভার,,,,
~ বিন্দু- তার দিকে তাকিয়ে "জ্বি ওয়ালাইকুম আসসালাম"
~ সিয়ামের ড্রাইভার বিন্দুর দিকে ছোট্ট একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে "ম্যাডাম এটা ছ্যার আপনারকে দিতে বলেছে"
~ লোকটার ম্যাডাম ম্যাডাম ডাক শুনতে একদমই ভালো লাগছে না বিন্দুর,খুব বিরক্ত লাগছে, "ম্যাডাম বলার দরকার নেই,তার থেকে আপু বলে ডাকবেন ঠিক আছে"?
~ লোকটা হেঁসে "জ্বি ঠিক আছে" বলে তার হাতে থাকাটা প্যাকেটটা বাড়িয়ে দিলো বিন্দুর দিকে"
~ কি করবে কিছুই বুঝছে না বিন্দু "আপনি কষ্ট করে নিয়ে এসেছেন সে জন্য অনেক ধন্যবাদ,কিন্তু এটা আমি নিতে পারব না,আপনার স্যার যদি নিজের হাতে এটা আমাকে দিতো তখন তার কাছে শুনতাম ভেতরে কি আছে,তার পর ভেবে দেখতাম নেয়া যায় কিনা"
~ লোকটা খুব বিনয়ের সাথে, "স্যার এটা নিজের হাতে দিবে ভেবেছিলো,কিন্তু হঠাৎ খুব দরকারি একটা কাজে আটকে যাওয়াতে আমাকে পাঠিয়েছে"
~ কিছুতেই মন গলছে না বিন্দুর,বরং খুব রাগ হচ্ছে সিয়ামের উপর, " আমার তো মনে হচ্ছে তার মনে খুব অহংকার, রাস্তায় দাঁড়িয়ে এটা দিতে লজ্জা লাগবে তাই সে নিজে আসেনি"
~ বিন্দুর মুখ থেকে এরকম কথা শুনে লোকটা খুব অবাক হয়ে গিয়েছিলো, "স্যার খুব ভালো মানুষ, আপু আপনি স্যারকে ভুল বুঝবেন না"
~ রাগের মাত্রা আরো বেড়ে গেলো বিন্দুর, "থাক ভাইয়া আপনাকে আর আপনার স্যারের হয়ে কথা বলতে হবে না"
~ আপু কিছু মনে করবেন না একটা কথা বলি, "স্যার আমাকে তার পাশে বসে খাইয়েছে অনেকবার,আমাদের কারো সাথে কোন দিন খারাপ ব্যাবহার করেনি,কিছুদিন আগে আমার একটা ছেলে সন্তান হয়েছে আর বাচ্চাটা হওয়ার সময় আমার স্ত্রী মারা যায় যায় অবস্থা হয়েছিলো,তখন মাঝ রাতে ও স্যার আমার পাশে ক্লিনিকে ছিলো,আর তাকে আপনি অহংকারী বললেন,? "আপু একটু বেশি কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা করবেন,আসলে স্যারকে অহংকারী বললেন তো তাই আর নিজেকে সামলাতে পারলাম না"
~ লোকটি কথা গুলি বলে চলে যাচ্ছিলো,আর তা তাকিয়ে দেখছিলো বিন্দু,সিয়ামকে নিয়ে কথাগুলি বলার সময় তার চোঁখের পানি চোঁখ এড়ায়নি বিন্দুর,চলে যেতে থাকা সিয়ামের ড্রাইভাবের দিকে তাকিয়ে বিন্দু, "এই যে ভাই দাঁড়ান,এইদিকে আসেন"
~ বিন্দুর কথাতে তার সামনে গিয়ে দাঁড়িয়ে সিয়ামের ড্রাইভার, "জ্বি আপু বলুন"
,
,
আজ এ পর্যন্ত থাক,,,,,,,_!!!!!!!

0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।