গল্প: মিথ্যে ভালোবাসা


গল্প: মিথ্যে ভালোবাসা! 

লেখক : golpo book

গল্প নয়, একটি সত্য ঘটনা,

একটি মেয়ের অনুরোধে লিখাটা লিখেছি
কম বেশি আমরা অনেকেই ফেসবুক ব্যবহার! কেউ কেউ তার নিজের কাজের জন্য, কেউ সময় কাটায় ইত্যাদি ...

# আমার নাম নদী, আমিও কিছু টা সময় ফেসবুকে বেয় করি,,,,, আমি অনেক দিন ধরেই ফেসবুক ব্যবহার করি, আমার ফেসবুকে বেশির ভাগ সময় যায় গল্প পড়তেই, কারণ আমি গল্প পড়তে খুব বেশি ভালোবাশি! ..ভালোই কাটছিলো দিনগুলো! একসময় আমার আইডিতে সাগর নামের একজন আমাকে ফ্রেন্ড রিক্সুস পাঠায়, আমিও রিক্সুস টা গ্রহণ করলাম!
১দিন চলে গেলো
২দিন চলে গেলো, ভালোই কাটছে আমার দিন গুলো,, তৃতীয় দিনের দিনে সেই সাগরে নামের আইডি থেকে একটি sms আসলো (hi) আমি কনো উওর দিলাম না, পরে আমারও hi। তাও কিছু বললাম না, তার পরে বলবো কেমন আছেন? তখন আমিও উওর দিলাম? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো,,
সাগর ... আপনার নাম কি?
নদী!
সাগর ..আপনার বাসা কোথায়? ঢাকা!

নদীও সরল মনে সাগরে সব কথার উওর দিচ্ছে! নদীও সাগর কে অনেক কথা জিজ্ঞেস করলো, সাগর ও উওর দিলো,, ও থাকে মালাইশিয়ায়!,,
এভাবেই চলতে থাকে ওদের কথা, অনেক দিন হলো ওদের কথার! একসময় ওরা দুজন দুজনার ফোন নাম্মার নিলো, এমন টি দুজন দুজনার ছবিও আধান প্রধান করা হয়েছে,,,,
নদী সাগর কে অনেক বেশি ভালোবেসে ফেলেছে! সাগর ও কম না,,, তখন সাগর মালাইশিয়ার আসার বয়স মাএ ১বছর! সাগর নদীকে কথা দিয়েছে ও ৩ বছর পর দেশে এসে নদীকে বিয়া করে ঘরে তুলবে,,! নদীর মা নেই ঘরে ওর সদ মা! নদী একটি ছোট্ট জব করে, সাগর এটা ভালো করেই জানে! ওদের ভালোবাসাটা এতোই গভীর হয়েছে যে তা ভাষায় প্রকাশ করার মত না! এমন কি সাগরের বন্ধুরা পযন্ত সবাই জানে যে সাগর একটি মেয়েকে ভালোবাসে,, এমন কি সাগরের বন্ধুরাও নদীর সাথে কথা বলেছে, সব কিছুই ওদের ভালো চলছিলো,,,, একসময় নদীর বাবা নদীর জন্য বিয়ে ঠিক করে,,, নদী বাসায় কি উল্টপাল্টা কথা বলে বিয়ে ভেঙ্গে দেয়,,,, এদিকে ওদের ভালোবাসারও ৪টি বছর হয়ে যাচ্ছে! সাগর দেশে আসবো আসবো বলেও আসছেনা নদীও সাগরের অপেক্ষায় দিন কাটছে। ত এভাবে আর কতদিন! নদী ও ত একজন মেয়ে মানুষ। আর কত বছর এভাবে অপেক্ষা করবে! বাসা থেকে যে পরিমাণ বিয়ের চাপ দিচ্ছে, তা বলার মত না।
হঠাৎ একদিন নদীর ফোনে কল আসলো, নদী কলটা রিসিফ করলো ওপাশ থেকে বললো আপনি কি নদী,, নদী বললো হে কিন্তু আপনি কে? আমি যে ই হই আপনি কি মালাইশিয়া কারো সাথে কথা বলেন? আমি কারো সাথে কথা বলি কি না এটা আমার বেপার!! আপনি যার সাথে ফোনে কথা বলেন যে আমার স্বামী আমার দুটো সন্তান ও আছে! এ কথাটা শুনার পর মনে হচ্ছে নদীর মাথায় ৭ আসমান ভেঙ্গে পড়ছে .....

আমি কি বলবো ভেবে পারছিনা, আমি বললাম আপনার মনে হয় কোথায় ভুল হচ্ছে! সে বললো ভুল আমার হয়নি, ভুল আপনার হচ্ছে,, আপনার যার সাথে কথা বলেন ওর নাম সাগর ত? এবার মনে হচ্ছে নদীর পায়ের নিচ থেকে মাটি দু ভাগ হয়ে যাচ্ছে! নদী কল টা কেটে দিয়ে ধাপ করে মাটিতে বসে পড়লো। কল্পনা করতে লাগলো যাাকে মনের ভিতরে সব জায়গা টা দিয়ে ছিলাম, যার জন্য এতোটা বছর অপেক্ষায় থাকলাম, যার জন্য একটার পর একটা বিয়ে ভাংলাম, সে আমার সাথে প্রতরণা করতে পারেনা আমার বিশ্বাস হয়না,,, নদী কল দিলো সাগরের বন্ধুর কাছে! নদী তাকে ভাই বলে ডাকলো এবং নদী ওই মেয়েটার সব কথা খুলে বললো,,, ভাই এগুলো কি সব সত্যি না মিথ্যে ভাই আমাকে সত্য টা বলেই প্লিজ ভাইয়া। এবার লোকটা বলতে লাগলো বোনরে তুই আমাকে ভাই বলে ডাকলি, আসলে সাগর ছেলেটা ভালোনা রে বোন, ও এমন করে অনেক মেয়েদের সাথেই কথা বলে, ইমুতে ভিডিও কলে কথা হয়, মেয়েদের ছবি নিয়ে আসে আরো অনেক কিছুইরে বোন, ওগুলো না হয় নাইই বললাম। তুই সাগর কে ভুলে যা বোন! কারে ভুলে যাবো? যার জন্য এতোটা বছর অপেক্ষা করলাম তাকে ভুলে যাবো? যার জন্য নিজের জীবন টা শেষ দরজায় সামনে এসে দাঁড় করিয়েছি তাকে তুলে যেতে বলছো ওকে ভুলে যেতে পারবোকি আমি? ওকে ভুলে গেলে এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো ভাই .... আচ্ছা ভাই সাগর কি সত্যিইই বিবাহিত,, না ও বিবাহিত না, ও শুরু মেয়েদের সাথে এমনই করে,, আচ্ছা যদি বিবাহিত না হয়, ওর সাথে আমি কথা বলবো এইসব বিষয়,,, কলটা কেটে ছিলো!!
প্রতিদিনের মত আজও সাগর রাতে কল দিলো, নদী কল টা রিসিভ করলো,, শুরুতেই সাগর বললো তোমাকে কি কেউ কল দিয়ে ছিলো? হ্যাঁ দিয়ে ছিলো! তুমি ওই মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে কেনো? করেছি বেশ করেছি ওই মেয়েটা না কি তোমার বৌ, তোমার না কি দুটো সন্তান ও আছে, অতচো তুমি অবিবাহিত .....,,এবার সাগর বললো তুমি ওই মেয়ের সাথে কল দিয়ে Sorry বলবে? কেনো sorry বলবো? বলতে বলেছি বলবে,,
আচ্ছা সাগর তোমার কি চাই? তোমার জন্য ত আমি আছি, আর কি চাই বলো? তোমার সব কিছুই আমি মেনে নিব তবুও তুমি আমার থেকো, তুমি ওইসব মেয়েদের সাথে কথা বলা বাঁধ দিয়ে দাও! তোমার জন্য ত আমি আছি, তোমার যখন কথা বলতে মনে চাইবে আমাকে কল দিবে যখন মনে চায় তোমার!
নদীর কথা শুনে মনে হচ্ছে সাগরের মাথা গরম হয়ে যাচ্ছে।

অবশেষে সাগর নদীর ফোন নাম্মার, ফেসবুক, ইমু সব কিছুই ব্লক লিস্টে ফেলে দিলো। একজন বিয়ের বয়স মেয়ে সাগর জন্য ৭টি বছর অপেক্ষা করলো! নদীর এখন কি হবে, কোথায় যাবে ও। কোথায় গিয়ে উঠবে ও, কার কাছে যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে মেয়েটা? একজন মেয়ের জীবন দিয়ে এই গল্প টা! দ্বিতীয় কনো মেয়ের জীবন যাতে এই গল্পের মত না হয়।

নদীর বাকি জীবনের গল্প টা আমাদের কাছে অজানাই থেকে যাবে।


.............সমাপ্ত........

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ