শর্তের বিয়ে
পর্ব-- ৩+৪
বিন্দু- সিয়ামের ড্রাইভারের দিকে তাকিয়ে, "আচ্ছা ওটা দিন"
সিয়ামের ড্রাইভার খুব খুশি মনে হাতে থাকা প্যাকেটটি বিন্দুর দিকে বাড়িয়ে দিয়ে, "আপু এই নিন"
,
প্যাকেটটা নিয়ে লোকটাকে বিদায় দিয়ে রিক্সা করে বাসার দিকে রওনা দিলো বিন্দু,যেতে যেতে পথে বিন্দু ভাবছে, "সিয়ামকে সে যেরকমটা ভেবেছে সেটা ঠিক কি,? নাকি সিয়ামের ড্রাইভারের চোঁখের পানিতে বলা কথা গুলি ঠিক"? বার বার ভেবে ও কিছুই বুঝে উঠতে পারছে না সে,বাসায় এসে সিয়ামের পাঠানো প্যাকেটটা একবার খুলতে যেয়ে ও খুললো না বিন্দু,সে ভাবলো "আগে একবার সিয়ামের কাছে জানা উচিৎ এটাতে কি" কথাটা ভেবেই সিয়ামের নাম্বার বের করলো বিন্দু, কল দিতে যাবে ঠিক এরকম সময় ভাবলো সে, "এখন তো সন্ধ্যা হয়তো সিয়াম ব্যস্ত আছে,তার থেকে একটু রাত করে কল দেয়াটা ভালো হবে" যেমন ভাবা তেমন কাজ, রাত ঠিক ১০.৩০ সিয়ামের নাম্বারে কল দিলো বিন্দু,১ম বার সিয়াম বিন্দুর কল রিসিভ করলো না,তার পর আরো বেশ কয়েকবার কল দিলে ও তা রিসিভ করার নামে কোন খবর নেই সিয়ামের,ওদিকে কল দিতে দিতে হাপিয়ে উঠেছে বিন্দু, তার উপর এখন তার মেজাজ ও গরম "এতোবার কল দেয়ার পর ও যদি কেউ তা রিসিভ না করে তখন কারো মেজাজই ভালো থাকতে পারে না" ৫ মিনিট বিরতি দিয়ে আবার সিয়ামকে কল দিতে শুরু করে বিন্দু,এবার আর বেশি বার কল দেয়া লাগলো না, ৩য় বারের বার,,,,
,
~ সিয়াম- ফোন রিসিভ করে () চুপ,,
~ বিন্দু- আসসালামু আলাইকু,
~ ওয়ালাইকুম আসসালাম,,
~ বিন্দু চুপ ভাবছে "দেখি ওপাশ থেকে বলে" কিন্তু সিয়ামের কোন সাড়া না পেয়ে বিন্দু, "কি ব্যাপার কোন কথা বলেন না কেনো"?
~ বিন্দুর নাম্বার সেভ করা না থাকলে ও গলাটা প্রথমবারেই ঠিক চিনতে পেরেছে সিয়াম, "আপনার এতো সুন্দর কন্ঠটা একটু শুনতে দিন"
~ কিছুটা অবাক হয়ে বিন্দু মনে মনে ভাবছে "আমার নাম্বার তো সিয়ামের কাছে সেভ করা নেই, তাহলে কি ছেলেটার চরিত্রে সমস্যা আছে"? সিয়ামকে বিন্দু, "মাঝে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম যায়গাটা অনেক সুন্দর তাইনা"?
~ বিন্দুর সাথে সিয়ামের জীবনে কথা হয়েছে একবার, তা ও বিন্দুদের বাসায়,আর মেয়েটা ঘোড়ার কথা বলছে,বুঝতে বাকি রইলো না সিয়ামের যে বিন্দু তার উপর পরীক্ষা চালাচ্ছে, "বাদ দিন কেমন আছে"?
~ রাগের মাত্রা আরো বেড়ে গেলো বিন্দুর, "ভালো নেই, কতোদিন হয়ে গেলো কোথাও ঘুরতে নিয়ে জান না"
~ বিন্দুর মুখ থেকে কথাটা শুনে চমকে গিয়ে সিয়াম, "বিন্দু মজা করা বাদ দিন,অনেক হয়েছে"
~ এতোক্ষনের সব চালাকি এক নিমিষেই হারিয়ে গেলো সিয়ামের বিন্দুকে চিনে ফেলার কথাতে,,,,বিন্দু "আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না"
~ কিছুটা অবাক হয়ে সিয়াম, "কি বলেন আপনাকে আমি আবার চিনবো না,? আমি আপনার কন্ঠ শুনেই বুঝেছি যে এটা বিন্দু"
~ মনে মনে কিছুটা খুশি হয়ে বিন্দু, "কি বলেন এটা কিভাবে সম্ভব"?
~ খুব আস্তে করে সিয়াম, "মনের টান থাকলে সব সম্ভব"
~ শুনে ও না শোনার ভাব নিয়ে বিন্দু, "কি বললেন কথাটা ঠিক বুঝলাম না"
~ সিয়াম ভাবলো তার কথাটা হয়তো খারাপ লেগেছে বিন্দুর কাছে তাই এবার কথাটা ঘুরিয়ে দিয়ে, "বললাম রাতে খেয়েছেন"?
~ মিথ্যা একদম পছন্দ করে না বিন্দু,খুব রেগে গিয়ে, "সত্যি বলেন তখন কি বলেছিলেন"
~ কিছুটা ভয় নিয়ে সিয়াম, "বলেছিলাম মনের টান থাকলে সব সম্ভব"
~ হাঁসবে না রাগবে কিছু বুঝছিলো না বিন্দু, "মনের টান না ছাই,যতো সব চাপাবাজি কথা"
~ অনেক কিছু বলতে চেয়ে ও বললো না সিয়াম, "আচ্ছা ঠিক আপনি যা বলবেন তাই"
~ কাজের কথায় আসা যাক ভেবে বিন্দু, "এবার বলেন এতোবার কল দেয়া লাগলো কেনো আপনাকে"?
~ সত্যিটাই বলে দিলো সিয়াম, "আমি ঘুমিয়ে পড়েছিলাম"
~ কথাটা শুনে একটু অবাক হয়ে বিন্দু, "আপনি জানেন আমি একবারের বেশি কাউকে কখনো কল দিই না,খুব বিরক্ত লাগে কিন্তু তার পর ও আপনাকে একটা দরকারের জন্য বেশ কয়েকবার কল দিয়েছি"
~ কি দরকার ভেবে কিছুটা আগ্রহ নিয়ে সিয়াম, "হুম আমি ও বুঝেছিলাম যে এতোবার আপনি ছাড়া আমাকে আর কল দেয়ার সাহস কারই বা আছে,,ওহ হ্যা কি দরকার বলেন"
~ খুব জোর কন্ঠে বিন্দু, "আপনি আজ আপনার ড্রাইভারের কাছে একটা প্যাকেট পাঠিয়েছেন, কি ওটা"?
~ বিন্দুর মুখ থেকে কথাটা শুনে মন খারাপ হয়ে গেলে সিয়ামের, খুব আস্তে করে সে, "কেনো আপনি খুলে দেখেননি"
~ সাথে সাথে বিন্দু, "না কোন প্রশ্নই আসে না,একে তো আমার শর্তে উপহার দেয়ার কোন কথা ছিলো না,তার উপর আপনি এটা নিজে না দিয়ে পাঠিয়েছেন অন্য কাউকে দিয়ে"
~ কিছুটা কষ্ট নিয়ে সিয়াম, "সাধারণ কোন উপহার দেয়ার কথা কিন্তু শর্তে ছিলো, আর হ্যা আমার নিজেরই দেয়ার ইচ্ছা ছিলো কিন্তু কি করবো হঠাৎ একটা মিটিং"
~ সিয়ামের মুখ থেকে কথা শেষ হবার আগেই বিন্দু, "থাক আর মিথ্যা বলতে হবে না,বলেন আমাকে নিজের হাতে দিতে গেলে আপনার কষ্ট হতো আর মানুষ দেখলে আপনার মানসম্মান যেতো"
~ বিন্দুর কথা শুনে বেশ চমকে সিয়াম, "না একদম এরকম কিছু না"
~ রেগে আগুন হয়ে বিন্দু, "হ্যা একদম এটাই"
~ সিয়াম ভাবলো "পাগলীর সাথে কথা বাড়িয়ে সে পারবে না,তার থেকে কথাটা ঘুরিয়ে দিই" সিয়াম, "শুনলাম আপনি নাকি অনেক ভালো গান গাইতে পারেন,আমাকে একটা গান শোনান তো"
~ সিয়ামের চালাকি বুঝতে পেরে বিন্দু, "একদম কথা ঘোড়ানোর চেষ্টা করবেন না,বলেন আপনি অন্য মানুষ কে দিয়ে আমার কাছে উপহার কেনো পাঠালেন"?
~ বিন্দুর কাছে ধরা খেয়ে সিয়াম, "সত্যিই আমার নিজের হাতে দেওয়ার ইচ্ছা ছিলো কিন্তু বললামই তো হঠাৎ একটা মিটিং এসে গেলো"
~ মন থেকে না চাইলে ও সিয়ামকে পরীক্ষা করার জন্য বিন্দু, "আমার জন্য না হয় একটা মিটিং বাদ দিতেন"
~ মনে মনে ভাবলো সিয়াম "শখ কতো ওনার জন্য মিটিং বাদ দিয়ে নিজের বিজনেসের ক্ষতি করব" মনের কথা মনে রেখে মুখে সিয়াম বিন্দুকে, "ঠিক আছে আমার ভুল হয়েছে,এর পর আর কোন দিন এরকম হবে না"
~ সিয়ামের কথা গুলি মন মতো হয়েছে কিন্তু তার পর ও বিন্দু, "আপনি যতো মিষ্টি করে বলেন না কেনো আমি জানি যে আপনি আমার জন্য কোন দিন কষ্ট করতে পারবেন না"
~ মেয়েটা অনেক চালাক ঠিক তার মনের মতো,সিয়াম "আচ্ছা তাই নাকি"
~ একটা সুযোগ পেয়েছি কাজে লাগাতে হবে ভেবে বিন্দু, "হ্যা তাই, আচ্ছা বিয়ের ব্যাপারটা বাদ দিয়ে দিন না"
~ কোন কিছুতে হাত দিয়ে ছাড়া ছেলে সিয়াম না, "আবার ফালতু কথা"
~ জোর কন্ঠে বিন্দু, "ফালতু কথা হবে কেনো,? আপনি আমার জন্য কোন কষ্ট করতে পারবেন না"
~ খুব রাগ হচ্ছে সিয়ামের, "আচ্ছা বলেন কি করলে আপনি বুঝবেন যে আমি আপনার জন্য সব করতে পারি"
~ সিয়ামকে একটা শিক্ষা দিতে হবে ভেবে বিন্দু, "আপনি পারবেন না তাই বলে লাভ নেই"
~ কোন দিন কোন কিছুতে হাল ছাড়েনি সিয়াম,আর একটা মেয়ের কাছে কিনা,ভাবতেই তার মাথা ঘুরছে,সিয়াম "না বলেন আপনি কি করতে হবে"
~ এটাই সুযোগ ছেলেটাকে একটা শিক্ষা দেওয়ার,ভেবে খুশিতে লাফাতে ইচ্ছা করছে বিন্দুর,নিজেকে সামলে নিয়ে সে,"আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে একবার আমার বাসার সামনে আসতে পারবেন"?
~ এরকম কিছুই বিন্দুর কাছ থেকে আশা করেছিলো সিয়াম, "রাত ১১ টা বাজে আর আপনি কিনা,, মাথা ঠিক আছে তো"
~ মাথা চুলকে বিন্দু, "আমি জানতাম আপনি নানান অজুহাত দেখাবেন,তার থেকে বলেদিন আমার জন্য আপনি এটুকু কষ্ট ও করতে পারবেন না"
~ হাল ছাড়া ছেলে সিয়াম না, "আচ্ছা আমি আসতে পারি তবে আমার একটা শর্ত আছে"
~ কিছুটা অবাক হয়ে বিন্দু, "কি শর্ত"?
~ সিয়াম ভাবলো শর্তের কথা এখন বললে বিন্দু রাজি নাও হতে পারে,বিন্দুর বাসার সামনে যেতে তার যেটুকু কষ্ট হবে তার থেকে বেশি শান্তি সে পাবে যদি বিন্দুকে একবার দেখতে পায় আর তার শর্তের ইচ্ছাটা পুরণ করতে পারে,, সিয়াম বিন্দুকে "আমার শর্তের কথা এখন বলব না,আপনার বাসার সামনে দাঁড়িয়ে বলব,খবরদার তখন কিন্তু না বলতে পারবেন না"
~ বিন্দু ভাবছে "যে ছেলে রাত ১০.৩০ বাজলে ঘুমিয়ে পড়ে সে নাকি এখন তাই কথাতে আসবে তার বাসার সামনে, বিন্দু ভাবছে সিয়াম তার সাথে মজা করছে, বিন্দু সিয়ামকে,, "আচ্ছা আপনি যদি আসতে পারেন তাহলে আমি আপনার সব শর্ত মেনে নিবো"
,
বিন্দুর এই কথাতে আর কিছুই ভাবার দরকার মনে করলো না সিয়াম,বাসা থেকে গাড়ি বের করে সোজা যেতে লাগলো বিন্দুদের বাসার দিকে,যেতে যেতে আকাশের দিকে তাকিয়ে সিয়াম বুঝতে পারলো আজ পুর্ণিমা রাত আর এরকম একটা রাতেই কিনা হতে যাচ্ছে তার,,,,,,, ভাবতেই কেমন লাগছে আর যখন সব সত্যি হবে,? এগুলি ভাবতে ভাবতে সিয়াম চলে আসলো বিন্দুদের বাসার সামনে,এসে গাড়ি থেকে নেমে আশে পাশে তাকিয়ে দেখে রাস্তার পাশে জ্বলতে থাকা সব লাইট অফ,সিয়াম বুঝতে পারলো হয়তো কারেন্ট চলে গেছে এখানে,অন্ধকারের মাঝে ভয়ংকর একটা পরিবেশ,কিছুটা ভয় পেলে ও নিজেকে সামলে নিয়ে বিন্দুকে কল দিলো সিয়াম,বেশ কয়েকবার কল হলে ও বিন্দু ফোন রিসিভ করেনি,এদিকে হঠাৎ করেই সিয়াম দেখতে পেলে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে বেশ ,,।
,
# শর্তের_বিয়ে
#পর্ব_৪
,
,
এদিকে হঠাৎ করেই সিয়াম দেখতে পেলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে বেশ কিছু কুকুর,একে তো অন্ধকার তার উপর পাশে তাকে ঘিরে রয়েছে কুকুর ব্যাপারটা একদম ভালো লাগছে না সিয়ামের,ওদিকে ছোট থেকে কুকুরে এক অদ্ভুত ভয় কাজ করে তার মধ্যে,কোন উপায় না পেয়ে অবশেষে গাড়িতে ঢুকে বসলো সিয়াম,আবার কল দিতে লাগলো বিন্দুকে,কয়েকবার কল হবার পরে,,
,
~ বিন্ধু- বেশ অবাক হয়ে "হ্যালো"
~ সিয়াম- অপেক্ষার প্রহর শেষে সিয়াম, "কি ব্যাপার কি সমস্যা আপনার,? আমাকে সেই কখন থেকে দাঁড় করে রেখেছেন,কোথায় আপনি"?
~ সিয়ামের মুখ থেকে কথাটা শুনে বিশ্বাস করতে পারছিলো না বিন্দু,মোবাইল কানে নিয়ে তাড়াতাড়ি সে বারন্দায় চলে আসে,বিন্দু সিয়ামকে, "মিথ্যা বলার আর যায়গা পান না,?ওই কোথায় আপনি দেখছিনা তো"
~গাড়ি থেকে নেমে সিয়াম, "এইযে আমি দেখেছেন"?
~ সত্যিই খুব অবাক হয়ে গেলো বিন্দু,সিয়াম যে তার কথাতে এতো রাতে এখানে আসবে তা সে স্বপ্নে ও ভাবতে পারেনি, "এই আপনি সত্যি এখানে এসেছেন"?
~ বিন্দুকে কিছু একটা বলতে যাবে সিয়াম ঠিক সে সময় তাকে আবার ঘিরে ধরেছে কুকুরের দল,কি করবে ভাবতে ভাবতে গাড়ি থেকে পানির একটা বোতল হাতে নিলো নিজেকে নিরাপদ রাখার জন্য, বিন্দুকে সিয়াম, "আপনি কি এগুলিকে ভাড়া করে রেখেছেন আমার জন্য"
~ অন্ধকার রাতে অল্প আলোতে সিয়ামের দিকে তাকিয়ে বুঝতে পারলো এই রাতে কুকুরের ঝামেলায় পড়েছে সিয়াম, "হ্যা আপনি এতো কষ্ট করে আসবেন আপনার জন্য এই সামান্য আয়োজন"
~ খুব রেগে গিয়ে সিয়াম, "আপনি আমার সামনে থাকলে আপনাকে আমি,,,,"
~ খুব হেঁসে বিন্দু, "হা,হা,হা,,আমি তো আপনার সামনেই"
~ আরো রেগে, "সামনে তো না,আপনি উপরে আর আমি নিচে,যদি হাতের কাছে থাকতেন তাহলে,,,,"
~ খুব আগ্রহ নিয়ে বিন্দু, "তাহলে কি"?
~ মাথা চুলকিয়ে সিয়াম, "আপনার চোঁখের দিকে চেয়ে থাকতাম অনেকক্ষন"
~ খুব অবাক হবে বিন্দু, "শুধু চোঁখের দিকে"
~ অনেক কিছু বলতে চেয়ে ও তেমন কিছু না বলে সিয়াম শুধু, "হ্যা ওটাই তো আমার কাছে সব থেকে দামি"
~ মুখ বাকিয়ে বিন্দু, "দেখেন এসব আবেগ আর আপনার আবেগ ২ দিন পর শেষ হয়ে যাবে"
~ খুব জোর কন্ঠে সিয়াম, "আমার প্রতি আপনার কোন ধারণা নেই,আমি মোটে ও আবেগী ছেলে না"
~ রেগে গিয়ে বিন্দু, "আপনার মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে"
~ খুব আস্তে করে সিয়াম, "মানে কি,?এতো ছেলেদের চিনলেন কিভাবে"
~ আরো রেগে বিন্দু, "আপনি একদম উল্টা পাল্টা কথা বলবেন না,আমি আমার বান্ধবিদের কাছ থেকে শুনেছি ছেলেরা প্রথমে খুব মিষ্টি মিষ্টি কথা বলে আর তার পর ধোঁকাবাজি করে"
~ মেজাজটা গরম হলে ও তা ঠান্ডা রেখে সিয়াম, "সব ছেলে এক না,আর আপনি আমাকে ওরকম ভাবলে আমার কিছুই করার নাই"
~ সিয়ামের কথায় আর কথা না বাড়িয়ে বিন্দু, "কি দরকার ছিলো এতো রাতে এখানে আসার"?
~ বেশ অবাক হয়ে সিয়াম, "কি অদ্ভুত, আপনিই তো আসতে বলেছেন"
~ বেশ নরম কন্ঠে বিন্দু, "হ্যা তা ঠিক,কিন্তু আমি তো মজা করেছি আর আপনি কিনা সত্যি সত্যি চলে আসলেন,আমি কোন দিন ভাবতে ও পারিনি আপনি আসবেন"
~ বিন্দুর মুখ থেকে এরকম মিষ্টি কথা শুনতে খুন ভালো লাগছিলো সিয়ামের, "আপনি আসতে বলেছেন আর আমি না এসে কি পারি,আপনি জানেন না ছোট থেকে কুকুর দেখলে আমি অনেক ভয় পায়,আর তাকিয়ে দেখেন আপনার জন্য আমার পাশে কুকুর গুলি কিভাবে শিকারির মতো করে আমার দিকে তাকিয়ে আছে"
~ বাচ্চাদের মতো করে বলতে থাকা সিয়ামের কথা গুলি শুনতে বেশ ভালোই লাগছিলো বিন্দুর, "আর কি কি ভয় পান আপনি"
~ কিছুটা লজ্জা পেয়ে সিয়াম, "আগে শুধু কুকুর ভয় পেলে ও এখন আপনার চোঁখের দিকে তাকাতে ভয় পায়"
~ কথাটা শুনতে ভালো লাগলে ও সিয়ামকে বিন্দু, "থাক আর পাম দিতে হবে না"
~ কাজের কথায় আসা যাক ভেবে সিয়াম, "আমার শর্তটা এবার বলি"?
~ শোনার ইচ্ছা না থাকলে ও শুনতে হবে কারণ কথা দিয়েছিলো,আর কথা দিয়ে কথা না রাখার মতো মেয়ে বিন্দু না, "হুম বলেন"
~ সাহস পাচ্ছিলো না তার পর ও সিয়াম, "আগে আমি যে প্যাকেটটা দিয়েছি ওটা নিয়ে আসেন তার পর শর্তে কথা বলছি"
~ সিয়ামের কথা মতো রুম থেকে তার দেয়া প্যাকেটটা নিয়ে এসে বিন্দু, "এই যে এনেছি"
~ খুব আস্তে করে সিয়াম, "এবার ওটা খুলুন তার পরে শর্তের কথা বলছি"
~ রাগ হচ্ছিলো বিন্দুর,কিন্তু কিছুই করার নেই কারণ সে কথা দিয়েছে, "হুম খুললাম,এটাতে তো একটা নুপুর"
~ খুব খুশি হয়ে সিয়াম, "হ্যা,এবার শর্তের কথা বলি"
~ সিয়াম কি বলবে তার কিছুটা বুঝতে পেরেছে বিন্দু,"আচ্ছা বলেন"
~ মুখ ভরা হাঁসি নিয়ে সিয়াম, "আমি নুপুরটা এখন নিজের হাতে আপনাকে পড়িয়ে দিবো"
~ খুব অবাক হয়ে বিন্দু, "ইসসস শখ কতো"
~ মুখ গোমরা করে সিয়াম,"আপনি কিন্তু কথা দিয়েছিলেন আমার শর্ত মানবেন,আর আমি আপনাকে এমন কঠিন কোন শর্ত দিইনি যেটা আপনার পক্ষে রাখা সম্ভব না"
~ কি করবে কি করবে ভাবতে ভাবতে বিন্দু, "দেখেন এতো রাতে এটা কিভাবে সম্ভব,আমি তো এখন নিচে নামতে পারব না,আর আপনি ও তো কোন কিছু বেয়ে বেয়ে উপরে উঠতে পারবেন না,,কি পারবেন"?
~ বেয়ে বেয়ে উপরে ওঠা তো দূরের কথা সে চেষ্টা ও সিয়াম করবে না,তার পর ও, "হ্যা দরকার হলে বেয়ে বেয়ে উঠতে হবে"
~ সিয়ামকে মনে মনে পাগল মনে হচ্ছে বিন্দুর কাছে, "না থাক এতো কিছু করার দরকার নাই,তার থেকে আমার পাশে বসে এটা আপনি আমাকে পড়িয়ে দিয়েন তবে আমার একটা শর্ত আছে"?
~ আবার কি ঝামেলা ভেবে সিয়াম, "আপনার তো কোন শর্ত দেয়ার কথা ছিলো না"
~ খুব মিষ্টি করে বিন্দু, "ছিলো না তাতে কি দিতে পারি না,? আর আমি এমন কঠিন কোন শর্ত দিবো না"
~ পাগলীর সাথে কথা বাড়িয়ে লাভ নেই,তার থেকে কি বলতে চাই শুনে নিই ভেবে সিয়াম, "আচ্ছা বলেন কি"
~ আস্তে আস্তে করে বলা শুরু করলো বিন্দু, "কাল সকালে আমার পড়া নাই,আর ওদিকে অনেক দিন হাটা হাটি করি না,ভেবেছি কাল ভোরে আপনাকে নিয়ে নদীর পাশে হাটতে যাবো,আপনার কি কোন আপত্তি আছে"?
~ মেজাজ খারাপ হয়েছে সিয়ামের, নিজেকে সামলে নিয়ে, "আমি হাটা হাটি করি না,আর পছন্দ ও করি না"
~ একটা সুযোগ পেয়েছি ভেবে বিন্দু, "কি আপনি হাটা হাটি করেন না,? দিন দিন তো অসুস্থ হয়ে পড়বেন,কাল ঠিক সকাল ৫.৩০ এর আগে আমার বাসার সামনে আসবেন আমরা হাটতে যাবো"
~ পাগল ছাগলের সাথে কথা বাড়িয়ে পারবে না ভেবে সিয়াম, "আচ্ছা ঠিক আছে"
~ খুব খুশি হয়ে বিন্দু, "ঠিক আছে ভালো ছেলের মতো সকালে যেনো আপনাকে পাই"
,
পরের দিন ভোর
৪.৩০ থেকে কল দিতে দিতে সিয়ামের ঘুম ভাজ্ঞিয়েছে বিন্দু,ঘুম থেকে না জেগে ও কোন উপায় ছিলো না সিয়ামের,ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বিন্দুদের বাসার সামনে চলে আসে সিয়াম,কথা মতো হাটতে হাটতে সে আর বিন্দু চলে এসেছে নদীর পাশে,১৫/২০ মিনিটের মতো হেটেছে সিয়াম আর বিন্দু,অনেক দিন পর এতোটা হেটে খুব হাপিয়ে উঠেছে সিয়াম,পানির বোতল আনতে ভুলে গেছে ছেলেটা,আশে পাশে কোন দোকান ও নাই যে পানি কিনে খাবে,সিয়াম তাকিয়ে দেখলো বিন্দু ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খাচ্ছে,বিন্দুর হাত থেকে বোতল নিয়ে পানি খেতে যাবে সিয়াম ঠিক এমন সময়,,
~ বিন্দু- "এই না খাবেন না,আমি মুখ লাগিয়ে খেয়েছি"
~ সিয়াম- বিন্দুর দিকে তাকিয়ে অদ্ভুত এক হাঁসি সিয়াম, "তাতে কি আমি ও তো মুখ লাগিয়ে খাবো"
~ কথাটা বলেই সিয়াম শুরু করে সাথে সাথেই শেষ করে দিয়েছে বোতলের সব পানি,আর তাকিয়ে তাকিয়ে পাশ থেকে সব দেখে বিন্দু, "কি হলো আমার বোতলে আপনি মুখ লাগিয়ে খেলেন কেনো"
~ হাঁসতে হাঁসতে সিয়াম, "আপনি যদি মুখ দিয়ে খেতে পারেন আমি কেনো নয়"?
~ রেগে গিয়ে বিন্দু, "আমার বোতল তাই আমি মুখ দিয়েছি,আপনি কেনো দিবেন"?
~ কিছুটা লজ্জা পেয়ে সিয়াম, "আমি মুখ না লাগিয়ে বোতলে পানি খেতে পারি না"
~ লাগের মধ্যে ও না হেঁসে পারলো না বিন্দু
~ বিন্দুকে হাঁসতে দেখে সিয়াম ভাবলো "এ সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না" বিন্দুর দিকে তাকিয়ে সিয়াম, "এবার নুপুরটা দিন আমি আমার শর্ত পুরণ করি"
~ সিয়াম কথাটা বলার সাথে সাথে লক্ষী মেয়ের মতো বিন্দু ব্যাগে হাত দিয়ে,"ইসস আমার তো অনেক বড় একটা ভুল হয়ে গেছে এখন কি হবে"?
~ বিন্দুর দিকে তাকিয়ে সিয়াম, "আমি আগেই জানতাম এমন কিছু হবে তাই তো আমি,,,, "
,
আজ এপর্যন্তই থাক,,,,,,,,,,,,,,!!!!!!!

0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।