শর্তের বিয়ে
পর্ব--৫+৬ (শেষ)
~ সিয়াম কথাটা বলার সাথে সাথে লক্ষী মেয়ের মতো বিন্দু ব্যাগে হাত দিয়ে,"ইসস আমার তো অনেক বড় একটা ভুল হয়ে গেছে এখন কি হবে"?
~ বিন্দুর দিকে তাকিয়ে সিয়াম, "আমি আগেই জানতাম এমন কিছু হবে তাই তো আমি আরেকটা পায়েল সাথে করে নিয়ে এসেছি"
~ বেশ অবাক হয়ে বিন্দু, "আরেকটা পায়েল পেলেন কোথায়"
~ মাথা নিচু করে সিয়াম, "সেদিন আমি কি মনে করে যেনো একই রকমের দুইটা পায়েল কিনেছিলাম"
~ একটু দুষ্টুমি করে বিন্দু, "কেনো ১টা কি আপনার জন্য"?
~ রাগ হয়ে সিয়াম, "না দুটোই আপনার জন্য,একটা সেদিন দিয়েছিলাম আরেকটা আমার কাছে রেখে দিয়েছিলাম"
~ মুখ বাকা করে বিন্দু, "হুম বুঝলাম অনেক চালাক আপনি"
~ কথা ঘুরিয়ে নিচ্ছে বিন্দু এই ভেবে সিয়াম, "এবার আমরা আসল কাজে আসি"
~ চোঁখ বড় বড় করে বিন্দু, "ছি,,,,আপনাকে আমি ভালো ভেবেছিলাম আর আপনি কিনা"
~ অবাক হয়ে সিয়াম বিন্দুর দিকে, "সরি বুঝলাম না"
~ সিয়ামের দিকে রেগে তাকিয়ে বিন্দু, "নিরিবিলি একটা যায়গাতে একটা মেয়েকে পাশে একা পেয়ে আপনি সেটার সুযোগ নিতে চাচ্ছেন,? ছি,,"
~ কিছুটা বিব্রতভাব নিয়ে সিয়াম," কি,?? আমি সেরকম কিছুই করতে চাইনি"
~ আস্তে করে বিন্দু, "তাহলে এবার আমরা আসল কাজে আশি,কথাটা কে বলেছে"?
~ হেসে দিয়ে সিয়াম, " আমি বলেছি কিন্তু এটা তো পায়েল পড়িয়ে দেয়ার আসল কাজ"
~ কিছুটা লজ্জা পেয়ে বিন্দু," ওহ,তাই বলেন,আমি তো ভেবেছিলাম"
~ কথা বাড়িয়ে লাভ নেই ভেবে সিয়াম,"আপনার যা খুশি তাই ভাবতে পারেন, এবার শর্তের কথাটা রাখুন"
~ বিন্দু সিয়ামের দিকে তাকিয়ে শেষ বারের মতো একটা চেষ্টা করা যাক ভেবে, "দেখেন আপনি আমার বয়সে বড় আর বয়সে বড় কেউ আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে,জেনেশুনে আমি কিভাবে পাপ করি"?
~ বিন্দুর দিকে তাকিয়ে এক অদ্ভুত হাঁসি দিয়ে সিয়াম, "আপনি কিভাবে ভাবলেন আমি আপনার পায়ে হাত দিবো"?
~ মুচকি হেঁসে বিন্দু,"ওহ তাহলে আপনি ওটা আমাকে পড়িয়ে দিচ্ছেন না,? অনেক ধন্যবাদ আপনাকে"
~ হাঁসতে দেখলে বিন্দুকে অনেক ভালো লাগে সিয়ামের কাছে,তাকিয়ে থেকে বিন্দুর হাঁসি শেষ হবার পরে, "না আমিই আপনাকে পায়েলটা পড়িয়ে দিচ্ছি কিন্তু আপনার পায়ে হাত লাগবে না"
~ বেশ অবাক হয়ে বিন্দু, "এটা কিভাবে সম্ভব"
~ কিছুটা গম্ভির ভাবে সিয়াম, "চেষ্টা করলে সব সম্ভব,এবার আপনার পা এদিকে বাড়িয়ে দিন"
~ অনেক হয়েছে আর কিছু করার দরকার নেই ভেবে বিন্দু সিয়ামের দিকে তার ডান পা বাড়িয়ে দিলো পায়েল পড়ানোর জন্য,
~ বিন্দুর বাড়িয়ে দেয়া পায়ে খুব যত্নে হাতে থাকা পায়েলটি পড়িয়ে দিলো সিয়াম,
~ বেশ অবাক হয়ে বিন্দু সিয়ামকে, "এই আমার পায়ে কোন ছোঁয়া ছাড়াই আপনি পায়েলটা আমাকে কিভাবে পড়িয়ে দিলেন"?
~ বিন্দুর প্রশ্নে কিছুটা অবাক হলে ও আস্তে করে সিয়াম, "চেষ্টা আর প্রবল ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব"
~ মাথা কিছুটা নিচু করে মুখ একটু রাগ রাগ ভাব করে বিন্দু, "আমার তো মনে হচ্ছে না আজই আপনার কাউকে প্রথম পায়েল পড়িয়ে দেয়া,আগের অভিজ্ঞতা আছে মনে হচ্ছে"
~ রাগের মধ্যে ও না হেঁসে পারলো না সিয়াম,হেঁসে বিন্দুর দিকে তাকিয়ে, "হ্যা আগে ও অনেকবার পড়িয়েছি তো"
~ সিয়ামের মুখের কথা শেষ না হতেই বিন্দু, "আমি আগেই বুঝেছিলাম আপনি ছেলেটা সুবিধার না"
~ বিন্দুকে রাগানোর জন্য সিয়াম, "হ্যা আমি অনেক খারাপ ছেলে তাই তো এখন,,,,"
~ কথা গুলি বলার সময় সিয়ামের চোঁখ মুখের ভাষা কেমন জানি অচেনা মনে হচ্ছিলো বিন্দুর কাছে,কিছুটা ভয় পেয়ে বিন্দু সিয়াম কে, "এখন কি"
~ তার সাথে অনেক মজা করেছে বিন্দু, এটাই একটা সুযোগ সব কিছুর শোধ নেবার,ভেবেই সিয়াম বিন্দুকে,"আশে পাশে তাকিয়ে দেখেন তো খুব সুন্দর বেশ নিরিবিলি একটা পরিবেশ তাই না"?
~ বিন্দু বুঝে গেছে সিয়ামের ধান্দা,কিছুটা ভয় নিয়েই সিয়ামকে, "হ্যা চারদিক খুব শান্ত,একদম নিরিবিলি"
~ মুখ গোমরা করে সিয়াম, "এবার আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না"
~ কাঁদো কাঁদো ভাব নিয়ে বিন্দু সিয়ামকে, "দেখেন অনেক বিশ্বাস নিয়ে আপনার সাথে এখানে এসেছি"
~ রাগি কন্ঠে সিয়াম, "ঠিক এই নদীর পাশেই আমি আগে ও অনেককে পায়েল পড়িয়েছি আর,,,,"
~ চোঁখে পানি নিয়ে,বেশ ভয়ে ভয়ে বিন্দু ,"আমাকে ছেড়ে দিন বাসায় যাবো"
~ কান্না করলে বিন্দুকে অনেক সুন্দর লাগে,তাকিয়ে দেখার ইচ্ছা থাকলে ও আর বেশি মজা করা ঠিক হবে না ভেবে সিয়াম, "হা,হা,হা আমি আপনার সাথে মজা করলাম,আপনি কেনো বললেন আমার আগে ও পায়েল পড়িয়ে দেয়ার অভিজ্ঞতা আছে"
~ এক নিমিষেই সব ভয় হারিয়ে পালিয়েছে বিন্দুর কাছ থেকে,হঠাৎ করেই আবার সাহস ফিরে পেলো মেয়েটি,সিয়ামকে, "আপনার কি মনে হয় আমি ভয় পেয়েছিলাম? হি,হি,হি,,আমি ও বুঝেছিলাম আপনি মজা করছেন,যে ছেলে কিনা কুকুর দেখলে ভয় পায় সে আবার কিনা,,,,, বেশি কিছু করতে আসলে এক থামা মেরে আপনাকে আমি সোজা বানিয়ে দিতাম"
~ যতোই অভিনয় করার চেষ্টা করুক না কেনো বিন্দু ভয় পেয়েছিলো কিনা সেটা ভালো ভাবেই বুঝেছে সিয়াম, "ঠিক আছে বুঝলাম,আর হ্যা এই নিন টিস্যু আপনার চোঁখে মনে হয় ময়লা পড়েছে পানি মুছে ফেলুন"
~ কিছুটা লজ্জা পেলে ও নরম হবে না বিন্দু, "থাক আপনার টিস্যু আমার লাগবে না"
~ টিস্যু ফেরত না নিয়ে সিয়াম বিন্দুকে, "আজ নিন,আবার অন্য আরেকদিন ফেরত দিয়ে দিয়েন লাগলে"
~ চোঁখের সামনে একটা জিনিষ দেখে মনে দুষ্টু বুদ্ধি উকি দিলো বিন্দুর,সিয়ামকে সে, "টিস্যু নিবো যদি আপনি আমার মনের একটা ইচ্ছা পুরণ করতে সাহায্য করেন"
~ আবার কি অদ্ভুত ইচ্ছা ভেবে সিয়াম, " আচ্ছা ঠিক আছে চেষ্টা করব"
~ হাত উঁচিয়ে সিয়ামকে দেখিয়ে বিন্দু, "ওইযে নদীর পাশে একটা ছোট নৌকা দেখছেন,? প্লিজ আমাকে একটু নৌকাতে উঠাবেন আমি অনেকদিন উঠি না"
~ চমকে গিয়ে সিয়াম, "আর কিছু পেলেন না,? আমি নৌকাতে উঠি না,,কারণ সাতার জানা নেই"
~ সিয়ামের মুখ থেকে কথাটা বেশ কষ্ট পেয়েছে বিন্দু,মুখ কালো করে সে, "আমার এইটুকু ইচ্ছার কোন দাম নেই আপনার কাছে"
~ সিয়ামের কাছে বিন্দুর মুখ কালো করে বলা কথাটা একদম ভালো লাগেনি, "আচ্ছা ঘুরাতে পারি তবে নৌকায় উঠলে আমার সব দায়িত্ব কিন্তু আপনার,আমি সাতার জানি না আগে থেকেই বলে নিচ্ছি"
~ সিয়ামের কথা শুনে মুখে হাসি ফিরে আসে বিন্দুর, "আচ্ছা ঠিক আছে"
,
বিন্দুর কথাতে নৌকাতে উঠলো তারা দুজন,বিন্দুর দিকে তাকিয়ে সিয়াম বুঝছে "মেয়েটা অনেক খুশি হয়েছে" উঠার অভ্যাস নাই নৌকায় বেশ ভয় করছে সিয়ামের, কিন্তু তার সব ভয় বিন্দুর খুশি দেখে চাপা থেকে যাচ্ছে,ওদিকে কি সুন্দর করে নৌকায় বসে পা পানিতে দিচ্ছে বিন্দু,ব্যাপারটা দেখে সিয়ামের ও খুব লোভ হচ্ছে ওরকম করতে কিন্তু কিছুই করার নেই তার,,বেশ কিছুক্ষণ পর সিয়াম বিন্দুকে,,
~ অনেক হয়েছে আজ আর দরকার নেই, "চলেন আজ নামা যাক,আমার আবার অফিসে যাওয়া লাগবে"
~ বিন্দু ও আর কথা বাড়ালো না রাজি হয়ে গেলো সিয়ামের কথাতে,,
,
বিন্দু আর সিয়াম যেখানে গিয়েছে ওই টাইমে সেখানে রিক্সা বা অন্য কিছু পাওয়া যায় না,পায়ে হেটেই ফিরছিলো তারা দুজন,প্রায় ৮/১০ মিনিট হেটে ক্লান্ত হয়ে সিয়াম তার ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসার জন্য,,সিয়ামের বলা যায়গাতে গাড়ি নিয়ে চলে আসে তার ড্রাইভার,এতোক্ষন ঘুরাঘুরি আর পায়ে হাটার পর ক্লান্ত সিয়াম গাড়ি দেখে যেনো নিজের মধ্যে প্রাণ ফিরে পেলো,সিয়াম গাড়িতে উঠতেই বিন্দু তাতে আপ্ততি দিলো,
~ বিন্দু- রেগে গিয়ে সে, "কি ব্যাপার এরকম তো কথা ছিলো না"
~ অসহায় চাহনীতে সিয়াম, "কথা না থাকলে ও আমি আর পারছি না অনেক ক্লান্ত হয়ে পড়েছি"
~ বিন্দু ও বুঝেছে সিয়ামের কষ্ট হয়েছে কিন্তু তার আরো বোঝা তাই আবেগ নাকি সত্যিই সিয়াম তাকে ভালোবাসে,সিয়ামকে বিন্দু, "এতো কিছু বুঝি না আরোকটু হাটবো"
~ কথাটা বলেই বিন্দু হাটা আরম্ভ করেছে আর তা গাড়িতে বসে দেখছে সিয়াম,বিন্দু কিছু দূর হেটে হেটে যাওয়ার পর পেছন থেকে সিয়াম, "আচ্ছা আমি ও হেটে যেতে রাজি কিন্তু আমার একটা শর্ত আছে,? আর হ্যা এটার উপর আমাদের বাকি সব কিছুর নির্ভর করবে আপনি রাজি থাকলে আমি শর্তটা বলবো"?

0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।