রোমান্টিক ভালোবাসার কবিতা
আমাদের দেশে হবে......সেই মেয়ে কবে.?
একসেপ্ট না করে .......রিকুয়েস্ট দিবে।
.
hi দিলে হ্যালো দিবে ......হ্যালো দিলে Hi
Chat করা শেষ হলে
.......বলে যাবে Bye.
.
Pic দিবে SMS এ
.....দেখা দিবে রোজ।
মাঝে মাঝে নিবে নিজে
......Phone করে খোঁজ।
.
বুঝবেনা ভুল কভু
.....ভাবিবে আপন।
ছ্যাকা দিয়ে ভাগবে না
........এই হবে পণ।
.
ব্যাগ থেকে বের হবে .......রিক্সার ভাড়া।
মন প্রাণ দিবে নাকো
.......একজন কে ছাড়া।
.
বলবে না চল মোরা
........বন্ধুই থাকি।
ঘুরবে না কারো সাথে
.......দিয়ে BF ফাঁকি।
.
করবে না ঢং কভু
.....মুখ করে বাঁকা।
অভ্যাস করবে না
.....রাগ করে থাকা।
.
শিখবে না কুটনামি .......সিরিয়াল দেখে।
সাজবে না সাদাভূত
......তীর আটা মেখে।
.
ধরবে না বায়নাটা
.....নিতে পাখি জামা।
করবে না ছেলেদের
.......প্রাণ তামাতামা।
.
সহজ সরল হবে
......তেজ হবে কম।
বলবে না ইংলিশে
.......মামনিকে মম।
.
খেলবে না ছেলেদের
......মন নিয়ে খেলা।
বুঝবে না ষোলআনা
......নিজেদের বেলা।
.
গুনবে না বসে বসে
.......Coment's ও Like
খুঁজবে না সেই ছেলে
......যার আছে বাইক।
.
চিৎকার চেঁচামেচি
...... সব দিবে ছেড়ে
চরিত্র দিয়ে নিবে
.......মন প্রাণ কেড়ে।
.
আজ আমি ছেলে তাই
.......মেয়ে খুঁজে যাই।
এইসব গুণে এক
........গুণী মেয়ে চাই.....
...এই বলে আমি ওছিকুর এখন তাহলে যাই....

0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।