ব্লাকমেইলার চাচাতো বোন । পার্টঃ ৪র্থ


ব্লাকমেইলার চাচাতো বোন 
লেখক : তনুর আব্বু (Devil)
পার্টঃ ৪র্থ

___এ কথা নিধি শুনার পর নিধির এত রাগ হচ্ছে মন চাচ্ছে তানহাকে চিবিয়ে খেয়ে পেলতে ।
রাগে ক্ষোভে তানহার হাত ধরে আমার রুমে নিয়ে আসে তখন আমি একটা গল্পের বই দেখছিলাম এসেই আমাকে চেয়ার থেকে  টেনে উঠিয়ে ঠোট এক করে দিল আমি তানহাকে দেখি নাই তাই আমিও রেসপন্স দিতে শুরু করলাম ।

কিছুক্ষন পর ছেড়ে দিছে ।
আমি ত তানহাকে দেখে মাথা নিচু করে ফেলছি লজ্জায় ।আর তানহা চোখ বড় বড় করে চেয়ে রইছে ।
আর নিধি বলতে শুরু করল ।
___আমার মনে হয় তানহা তুই এতক্ষনে তোর উওর পেয়ে গেছত । যে আমরা দুজন দুজনকে ভালোবাসি । (নিধি)
___আর আমি যখন তোমাকে ভাবি বলতাম তখন তুমি লজ্জা পেতে কেন বলো ।(তানহা)
___আমি ত ভাবছি তুমি যেন গেছ আমার আর রবিউল সম্পর্কে । আর রবিউলকে তুমি ভাই বলতে ।
___ও ও । আমি আর তানভীর ভাইকে কি বলে ফেললাম যাক ভাইকে আমি সামলাতে পারবো । আর সরি নিধি আমি বুজতে পারি নি তাই তোমাকে ওই কথাগুলো বললাম মাফ করে দিও ।
___আচ্ছা ঠিক আছে ।
তারপর তানহা চলে গেল । আর আমি নিধিকে বললাম ..
___তানহা আর তুই এতক্ষন কি বলছত আমি ত কিছুই বুঝতে পারি না । একটু বুঝিয়ে বলবি আমাকে ।
___তুর এত বুজতে হবে না ।
___বললে কি হয় ।
___তুর আমার প্রতি বিস্বাস আর ভারোবাসা  আছে নি ।
___অব্যশই আছে । (বুক ফুলিয়ে)
___তাইলে আমাকে বিয়ে কর আজকে ।(স্বাভাবিক ভাবে)
___মজা করছ ।
___কেন বিয়ে করতে সম্যাসা আছে ।
___কি বলছ চাচা চাচি আব্বু আম্মুকে না জানিয়ে আমরা কিভাবে বিয়ে করি বল ।
___ছোট বেলায় আমি একটা কথা শিখেছি এবং তা আজ পর্যন্ত পালন করে আসছি ।
___কি কথা ।
___যা সোজাসোজি পাবে না তা জোর করে আদায় করে নেও ।
___মানে ।(ভয় পেয়ে )
___তুই দুই মিনিট দ্বারা আমি আসছি একটুও লরবি না । তাহলে খবর আছে ।
___ আচ্চা লরব না ।
/কিছুক্ষন পর/
নিধির হাতে একটি বোতল আর সাথে একটা কাগজ আমার কাছে এসে .....
___তুই যদি আজকে আমাকে বিবাহ না করছ তাহলে এ বিষ খেয়ে মরে যাব আর এ কাগজ দিয়ে যাব আর এতে লেখা আছে আমি মরছি তোর কারনে ।

___আচ্চা নিধি ছেলে মানুষি করিছ না এটা কোন পুতোল খেলা না । বুঝার চেষ্টা কর ।
___আমি কিছু বুঝতে চাই না তুই বল হ্যঁ অথবা না ।যেকোনো একটা বলবি তাড়াতাড়ি ।
___আচ্চা এসব পাগলামো রাখ আমরা ঘুড়ে আসি ।
___হ্যঁ আর না কোনটা (বিষের বোতলের মুখে হাত দিয়ে )
___হ্যঁ হ্যঁঁ করব  । করব আমি তোকে বিয়ে বোতল টা আমার হাতে দে প্লিজ ।(যে মেয়ে সত্য সত্য খেয়ে পেলতে পারে)
___না আগে করবি তারপড় ।

___বাড়িতে তানহা আর তানহার ভাইয়ের সাথে খাওয়া দাওয়া আর কথা বলছে সবাই এ ফাকে আমাকে নিয়ে নিধি বের হয়ে গেল। আমি ত ভয়ে শেষ । আব্বু আম্মু চাচা চাচি কে কি জবাব দিব এ চিন্তা করতে করতে আমি ত শেষ ।
___এ ভাবনার মাঝে নিধি স্বাভাবিক ভাবে কাজ করছে ওর ফ্রেন্ডদের খবর দিছে ওরা রডি করছে সব । আমার মনে হয় তাদের আগের ই প্লান ছিল । যাইহোক আমি এখন কাজী অফিসে ধারিয়ে আছি হাতে কলম নিয়ে নিধি বার বার আমাকে ধাক্কাছে সাইন করার জন্য । আমার মাথায় চিন্তার কারনে কাজ বন্ধ করে দিছে । নিধির বাম হাতটা আমাকে দেখাইলো যেখানে বিষের বোতল টা মুষ্টি বদ্ধ কর রাখছে । এটা দেখে আমি তাড়াতাড়ি সাইন করে দিলাম তারপড় নিধি করে দিলাম ব্যস হয়ে গেলাম স্বামি স্ত্রী একদম সিম্পল ।

বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে । আসার পর শুনি তানহারা চলে গেছে ।
___আমরা কিছু না বলে রুমে চলে গেলাম ।

রাতে খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে রইলাম । এর মাঝে নিধি একবারও আমার কাছে আসে না ।
আমিও শুয়ে পড়লাম । কিছুক্ষন পর নিধি আসলো আমার কাছে এসে আমাকে ধাক্কাছে আর বলছে ...
___এই কুওা ওঠ আজ না আমাদের বাসর রাত উঠ ।
___হুম কে ও নিধি । কিরে ঘুমাতেও দিবি না ।
___না আজকে কোন  ঘুম হবে না আজকে শুধু রোমান্স হবে ।
___কি বলতাছত তোকে বুজতে আমার সাত জন্ম লাগবে ।
___কি আমরা বিবাহ করছি আর বাসর করব না । এই জন্য বান্ধুবিরা বলে । আনরোমান্টিক বর কখনো বিবাহ করা উচিত না ।
___কি আমি আনরোমান্টিক ।

___তা নয়তো কি নিজের বউকে আদর করবে তাও পারবে না ।
___দাড়া দেখাচ্চি মজা । বলে দিলাম এক টান সাথে সাথে আমার উপরে এসে পড়ছে । দুজনের মুখ একদম কাছাকাছি নিধির গরম নিস্বাস আমার মুখের উপর পড়তাছে । আমি নিধির দিকে পলকহীন ভাবে তাকিয়ে রইছি আর নিধির মুখ আমার দিকে ধাবিত করছে । আস্তে করে আমার ঠোঁট মুখের ভিতরে নিয়ে নিছে । অনেক্ষন পরে ছেড়ে দিয়ে যখন অন্যকিছু করতে যাবে তখন আমি তাকে বাধা দিলাম । আর আমার দিকে কেমন রাগি দৃষ্টিতে তাকালো তখন আমি নিধির মাথাটা বুকের সাথে চেপে ধরে বললাম....
___নিধি আমরা যে বিবাহ করছি তা কেউ যানে না । এখন যদি আমরা শারীরিক সম্পর্কে জরাই যখন তোর পেটে বাচ্চা আসবে  তখন তোর বাবা মার আর আমার বাবা মার আর সাথে তোর  একটুও সম্মান থাকবে না একদম ধূলয় মিশে যাবে । বুঝার চেষ্টা কর ।

___বাহ্ আমার বর টা দেখি সবাইকে নিয়ে ভাবে । আচ্ছা যা করলাম না কিন্তু আমি তকে জরাই ধরে ঘুমাবো আমাকে সরাতে পারবি না বলে দিলাম (জরিয়ে ধরে)
___আচ্ছা সরাবো না ।
___রবিউল আজ থেকে তোর ভেপও খাওয়া বন্ধ ।
___তাহলে আমি কি খাবো ।
___কেন যখন সিগারেটের নেশা উঠবে তখন আমার ঠোঁট খাবি ।
___সত্যি কইতাছত ।
___হুম আমি তো তোর বউ ।
___আজকে সারাদিন তুই যে টেনশন দিছোত আমার না সিগারেট খাইতে মন চাচ্ছে ।
___ তো ( চোখ গরম করে )
___মানে এখন যদি তোর কিস থেরাপি টা দিতে তাইলে মনে হয় নেশা টা চল যেত ।
___তোর বউ তোর যা ইচ্চা কর আমাকে বলছ কেন ।
___আরে ভাইয়েরা যখন ফারমিশন পাইছি তখন কি আর মিছ করা যায় । আমাদের ভিতরে এভাবে কিছুক্ষন রোমান্টিকতা চলল একসময় নিধি আমার বুকে ঘুমিয়ে গেল সাথে আমিও ।

___সকালে ঘুম থেকে উঠে  ফ্রেশ হয়ে আমরা নাস্তার টেবিলে বসে রইছি তখন সবাই আসলো আর এসেই আব্বু বলল ...
___আমি নিধির বিয়ে ঠিক করে ফেলছি ।
এ কথা শুনার পর আমার খাওয়া বন্ধ হয়ে গেল । আব্বুর মুখ থেকে দ্বিতীয় কথা বের হবার আগে নিধি বসা থেকে ধারিয়ে বলল ...
___আমি আর রবিউল দুজন দুজনকে ভালোবাসি (নিধি)
___সবাই অবাক হয়ে তাকিয়ে রইছে তারপড় সবাই হেসেঁ উঠল ।
তখন আবার নিধি বলল..
___এবং আমরা দুজন বিবাহ ও করে ফেলছি ।

চলবে .........
Golpopoi
ভূল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ