আমার পিচ্চি বউ পর্ব- ১
পর্ব -১
বাবা নিজের কথা রাখতেই জোর করে আমার
বিয়ে দিয়েদিলেন। অষ্টম শ্রেণী পড়ুয়া এক
মেয়ের সাথে।
আমিতো সারাদিন কাঁদছি বিয়ে করব না
বলে। মাত্র লেখাপড়া শেষ করলাম। একটু
স্বাধীন ভাবে জীবন টাকে উপভোগ করব।
তা নয় বাবা আমার বিয়ে দিয়ে দিলেন।
বিয়ের আগে বউয়ের চেহারাটা পর্যন্ত
আমি দেখিনি।
দেখবোই বা কেন? আমিতো এই বিয়ে
করতেই চাইনি। তাই মেয়ের মুখ দর্শন করার
কোনো প্রশ্নই আসেনা। আজ 'মা' বেঁচে
থাকলে আমার কষ্টটা বুঝতো। আগে শুনতাম
মেয়েদের জোর পুর্বক বিয়ে দিয়ে দেওয়া
হয়। ছেলেদেরও যে হয় সেটা বাপের জন্মে
দেখলাম। তাও নিজেকে দিয়েই।
বউকে আর আমাকে আমার ফুঁপি একটা রুমের
ভিতরে দিয়ে গেলেন। রুমটা সাজানো বেশ
ভালোই হয়ছে। আমার প্রিয় ফুল দিয়ে পুরা
ঘড় সাজানো হয়ছে। ফুলের সুবাসে আমি
সুবাসিত হয়ে যাচ্ছি। বউ কে দেখার জন্য
মন ব্যাকুল হয়ে গেল। আমার মন এমন ব্যাকুল
কেন হচ্ছে? জানিনা, বউয়ের ঘোমটা
উঠিয়ে দেখলাম। আঁকাশের চাঁদ যেনো
আমার বিছানায় এসে বসে আছে। দুজনেই
পাশাপাশি বসে আছি। আমি আরেকটু
কাছে যেতেই বউ আমাকে বলল খবর দার
একদম আমার কাছে ঘেসার চেষ্টা করবেন
না! দুই টাক ষড়যন্ত্র করে আমার বিয়ে
আপনার সাথে দিয়ে দিয়েছে। আমি
মোটেও এই বিয়ের জন্য প্রস্তুত নয় কেননা
আমি "রাফি"কে ভালোবাসি। আমার বাবা
এসব পুড়াটাই জানতো তবুও, আমার বিয়ে
আপনার সাথে দিয়েই ছাড়ল। রাফি'র কথা
বলতেই বাবা আমাকে বললেন, ওই চাল
চুলোহিন ছেলের সাথে তোর বিয়ে দিলে
খাওয়াবে কি তোকে?
-লোকে তার বউকে যা খাওয়ায় ও তাই
খাওয়াবে।
লোকের তার বউ কে খাওয়ানোর যোগ্যতা
আছে। ওর কি যোগ্যতা আছে?
- বাবা আমি অতকিছু বুঝতে চাইনা ওকেই
বিয়ে করব ব্যাস।
ও ভাত না খাওয়াতে পারলে রুটি খাবো।
কতদিন খাবি শুকনা রুটি?
- যতোদিন ও ভাত না খাওয়াতে পারে।
পরেতো দুজনেরি ভিক্ষা করে খাওয়া
লাগবে।
-তাই খাবো।
আমি তোর বাবা হয়ে এটা কি করে হতে
দেই বল?
-আমি তোমার মেয়ে হয়ে তোমার কথা
কিভাবে মেনে নেয় বল?
তুই যদি চাস, তোর বাবা অপমানিত হোক
তাহলে তুই এই বিয়েতে রাজি হসনা। আর
তুই বিয়ে না করলে আমার চোখ যেদিকে
যায় সেদিকে চলে যাবো।
তবুও আমি আমার বন্ধুকে দেওয়া কথার
বরখিলাফ করতে পারব না।
- বাবা এটা কোন সিনেমার ডায়লগ গো?
বাবা আমার কথা শুনে
বাচ্চা ছেলেদের মতো কান্না শুরু করে
দিল। আর বাবার চোখের পানিতে আমার
পাথর মন গলে নরম কাদা হয়ে গেল। তাই
আমিও বিয়ে করে নিলাম আপনাকে।
পিচ্চিমেয়েটার কথা শুনে আমি 'থ' হয়ে
গেলাম। এতটুকু একটা মেয়ে তার ও নাকি
বয়ফ্রেন্ড আছে। শালার! আমি যে
মাস্টার্স কম্পলিট করে ফেললাম। তবুও
একটা গার্লফ্রেন্ড জুটাতে পারিনাই।
পারিনাই বললে ভুল হবে আমি গার্লফ্রেন্ড
নামক প্যারাটা নিতে চায়নাই। তবে আমি
আমার পিচ্চি বউটার বয়সে প্রেম কি
জিনিষ বুঝিনাই।
আর সে রিতিমতো কারো প্রেমে আসক্ত।
যাকে বলে নেশায় আশক্ত । নেশাখোর রা
যেমন মদ গাজায় আশক্ত থাকে। ঠিক তেমন
ভাবে আমার বউ ও প্রেমে আশক্ত
যদিও প্রথমে আমিও এই বিয়েতে রাজি
ছিলামনা। কিন্তু আমার পিচ্চি বউটাকে
দেখার পর রাজি না হয়ে পাড়লাম না।
ভেবেছিলাম কোনো একসময় বউকে রেখে
পালিয়ে যাবো। আর বাবা বুঝবে আমার
স্বাধীনতায় হস্তক্ষেপ করার মজা। কিন্তু
পড়ে মনটা পরিবর্তন হয়ে গেল। কথায়
বলেনা আকাশের রঙ, আর মানুষের মন
কোনোটারই ঠিকনেই। আমি হয়তো এই প্রথম
কোনো মেয়ের প্রেমে পড়লাম। আর প্রেম
করার আগেই পিচ্চি বউটা আমায় ছ্যাঁকা
দিয়ে দিল। এটা সহ্য করার মতো না।
আমি মেয়েটির কাছ থেকে নিজেকে দুরেই
রাখলাম। দেখলাম মেয়েটা ঘুমিয়ে গেছে।
ঘুমিয়ে থাকা অবস্থায় মেয়েদের নাকি
স্বর্গের পরীদের মতো লাগে? আমার
পিচ্চি বউটাকে দেখে আমিও সেটা বুঝতে
পারলাম। আমি সারারাত বউয়ের দিকে
চেয়ে চেয়ে আর বউ কে নিয়ে হাজারো
স্বপ্ন বুনতে লাগলাম। আমি জানি হয়ত এই
স্বপ্ন গুলো আমার কখনো পুরুন হবে না।
আমার পিচ্চি বউটা যে রাফি'র প্রতি
আসক্ত। সে হয়ত একদিন আমাকে ফাঁকি
দিয়ে আমার মায়ের মতো চলে যাবে।
আমার মা'তো না ফেরার দেশে চলে
গেছে। আর বউটা রাফির দেশে চলে যাবে।
তবুও ওকে দেখতেতো পারবো।
ওর কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে
গেছে টের পায়নি। পিচ্চি বউটা ঘুম থেকে
উঠে, ঘুম ঘুম চোখ নিয়ে আমার দিকে
তাকিয়ে বলল, কি দেখছেন?
এতো দেখলে প্রেমে পড়ে যাবেন।
- আমিতো প্রেমে পড়েই গেছি (মনে মনে
বললাম) পড়লে কোনো সমেস্যা?
পিচ্চি বউটা চোখ গুলো ডলে ডলে আমার
দিকে বড় চোখে তাকিয়ে বলল, মানে?
- কিছুনা।
বাবা! লংকা ছোটো হলেও ঝাঁজ আছে। এমন
ভাবে আমার দিকে তাকায়। মনে হয়
আমাকে আস্ত ঐ চোখ দিয়ে গিলে খাবে।
ও আমাকে এক ঝাটকা মেরে বলল, শরুনতো
ফ্রেশ হতে যাবো। ওয়াশ রুম কোনদিকে?
- আমি ওকে ওয়াশরুম দেখি দিলাম। ও ওয়াশ
রুমে ঢোকার সময় আমায় বলল, আপনি আমার
জন্য এককাপ গরম গরম 'চা' বানিয়ে
আনুনতো।
আমিতো অবাক! একে যতটা পিচ্চি
ভেবেছিলাম ও কিন্তু ততটা পিচ্চি নয়।
বিয়ের প্রথম সকালেই স্বামিকে দিয়ে
কাজ করাতে চায়?
কোথাকার নবাবজাদী? আমি জীবনেও এক
কাপ পানি ঢেলে খায়নি। আর সেই আমি
যাবো চা বানাইতে? পাগল, না মাথা
খারাপ?
"""""""চলবে কি????
গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন পরবর্তী পর্ব লিখব।
আমার পিচ্চি বউ পর্ব-২
0 মন্তব্যসমূহ
গল্প গুলো কেমন লাগলো, আপনার মতামত জানাতে কমেন্ট করুন।