সিনিয়র বউ। পর্ব-- ৫ ভালোবাসার রোমান্টিক গল্প



সিনিয়র বউ পর্ব ৫

লেখক: সাদিয়া আক্তার কেয়া

পর্ব -৫

ছাঁদের লাইট টা জ্বালা ছিলো তাই আম্মুর কাছে নিজের চোখের পানি লুকাতে পারি নি ,,,

“”” কি রে বাবা কি হইছে ,,,
“”” কিছু না আম্মু ,,,
“”” তাহলে তুই কাঁদছিস কেন,,,
“”” কই না তো,,, চোখে কিছু হয়তো পড়েছে ,,,
“”” তুই ছোট থেকে আমার কাছে কোনো কিছু লুকাস নি,, তবে আজ কেন লুকানোর চেষ্টা করছিস,,,
“”” কিছু হয় নি আম্মু আমার,,,
“”” রুহীর সাথে ঝগড়া হয়েছে ,,,
“”” না,,,
“”” তাহলে ছাঁদে একা একা দাঁড়িয়ে কান্না করছিস কেন ,,,
“”” এবার গেলে অনেক দিন আর আশা হবে না তো তাই ,,,
“”” পাগল ছেলে ,, এর জন্য কেউ কান্না করে ,,,, ঘুমা যা,,,
“”” তুমি যাও আমি আসছি ,,,


আম্মু রুমে চলে গেল ,,,
আমি ছাঁদে বসে থেকে রাত কাটিয়ে দিলাম ,,,

“”” আম্মু আমি আজ চলে যাবো,,,
“”” আজকেই যাবি,,,
“”” হুম ,,,
“”” কখন??
“”” দুপুরে ,,,
“”” আচ্ছা ,,,

বাসায় থাকলে রুহীর সাথে দেখা হবে ,,, কিন্তু ও তো আমার মুখ দেখতে চায় না,, তাই রুহী উঠার আগেই বাইরে চলে আসলাম ,,,
মাঠের মাঝে একা একা বসে আছি ,,,

“”” কি করছো এখানে ,,,
“”” কে? ও অবন্তী তুমি ,,,
“”” হুম ,,,
“”” কোথায় যাও,,,
“”” স্কুলে যাচ্ছি ,,,
“”” ওহহ,,, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি,,,
“”” ইটস ওকে ,,,
“”” আসলে তখন মাথা ঠিক ছিলো না ,,, তাই হয়তো উল্টো পাল্টে বলেছি,,,
“”” আমি কিছু মনে করি নি ,,, তো এখানেই কি বসে থাকবে ,,,
“”” হুম ,,
“”” তার থেকে চলো আমার সাথে হেটে হেটে আমার স্কুলের ঐ দিক থেকে ঘুরে আসো,,,
””’ উমমম,,, আচ্ছা চলো,,,


দুপুরে বাসায় আসলাম ,,,
খাওয়া করে রেডি হলাম ,,, কিন্তু রুহীকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না ,,,

“”” আম্মু রুহী কোথায়,,,
“”” হয়তো ছাঁদে ,,,

আমি ছাদে আসলাম ,,,
“”” তোমার সাথে আমার কিছু কথা ছিলো ,,,
“”” হুম বল,,,
“”” আমি আর কখনো তোমার সামনে না আসার চেষ্টা করবো ,, কিন্তু তুমি প্লিজ আমার আম্মু আব্বুর খেয়াল রেখো,,,,


রুহী কিছু না বলে ছাঁদ থেকে নেমে এলো,,,
সেদিনের পর থেকে রুহীর সাথে আর কথা হয় নি ,,,
তবে রোজ আম্মুর থেকে ওর খোঁজ খবর নিতাম ,,,

এভাবেই প্রায় চার মাস চলে গেল ,,,

ক্লাস শেষে করে সবে মাত্র রুমে আসলাম ,,,
সাথে সাথেই ফোনটা বেজে উঠলো ,,,
আম্মু হঠাৎ এই সময় ফোন করলো,,,

“”” হ্যা আম্মু
“”” বাবা কই তুই ,,,
“”” কি হইছে আম্মু তুমি কান্না করছো কেন,,,
“”” বাসার সবাই ঠিক আছে তো,,,
“”” রুহী,,,
( রুহীর নাম শুনে কেমন জানি ভিতর টা কেঁপে উঠল,,,, )
“”” রুহী?? কি হইছে রুহীর ,,,
( আম্মু কিছু বলতে যাবে এর আগেই আব্বু ফোনটা হাতে নিয়ে নিলো,,, )
“”” সুমন আমি আব্বু বলছি
“”” আব্বু রুহীর কি হইছে ,,,
“”” তুই তাড়াতাড়ি বাসায় আয় আজ,,,
“”” বলো না আব্বু আম্মু কান্না করছে কেন,,,,
“”” বাসায় আসো,, তারপর সব বলছি ,,,,

আব্বু আমায় কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিলো ,,,
আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাসায় রওনা হলাম ,,,
বাসায় পৌঁছাতে প্রায় রাত দশটা বেজে গেছে ,,,

“”” আব্বু কি হইছে ,,,,
“”” এসব বিষয় নিয়ে পরে কথা হবে ,,, ফ্রেশ হয়ে খেয়ে নাও ,,,
“”” গলা দিয়ে এখন কিছু নামবে না,,, আগে বলো কি হইছে ,,, আর রুহী কোথায়,,,

আম্মু আমার দিকে কিছু একটা এগিয়ে দিলো,,,

“”” কি এটা আম্মু ,,,
“”” ডিভোর্স পেপার,,,,
“”” মানে ,,,
“”” রুহী তোকে ডিভোর্স দিছে ,,,

( কথাটা শুনে আমি নিজের কান কে বিশ্বাস করতে পারছি না )
“”” কিন্তু কেন,,,,
“”” সেটা তো আমরা তোকে বলবো কেন,,,, এমন পরীর মতো একটা মেয়ে তোকে ডিভোর্স দিলো কেন,,,


এরপর আমি আম্মু আব্বু কে বাসর রাত থেকে শুরু করে প্রায় সব কথাই বলি,,, ,,

“”” এসব কথা তুই আমাদের এতদিন বলিস নি কেন ,,,
“”” কারণ আমি চাই নি তোমরা কষ্ট পাও,,, কারণ তোমরা ওকে নিয়ে অনেক সুন্দর সময় পার করছিলে,,, চিন্তা করো না আম্মু আমি ওকে খুঁজে নিয়ে আসবো,,,
“”” ওকে আমরা নিজের মেয়ের মতো রাখলাম আর ও কি না আমাদের ছেড়ে চলে গেল ,,,

“”” সুমন তুই ওকে নিতে যাবি না ,,, যদি ও কখনো নিজের ভুল বুঝতে পারে এবং ফিরে আসে তবে ওকে ফিরিয়ে দিস না,,, আজ নয়তো কাল ও ঠিকই ফিরে আসবে,,,
“”” আচ্ছা আব্বু ,,,
“”” এই চিঠি টা ও তোর জন্য রেখে গেছে ,,,

গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।

সিনিয়র বউ পর্ব ৬ পড়ুন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ